টোল ট্যাক্স নিয়ে স্বস্তি, সুখবর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জাতীয় সড়কে টোল ট্যাক্স আদায় অর্থাৎ টোলপ্লাজা নিয়ে নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি। এই ঘোষণার ফলে স্বাভাবিক ভাবেই স্বস্তি মিলতে চলেছে গাড়ি চালক থেকে মালিকদের।

Advertisements

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি মঙ্গলবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৬০ কিলোমিটারের মধ্যে দুটি টোল প্লাজা থাকবে না। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পরে স্বস্তিতে গাড়ি চালক এবং মালিকরা। কারণ জাতীয় সড়কে এবার আর যাতায়াতের ক্ষেত্রে ৬০ কিলোমিটার অন্ততপক্ষে দুবার টোল ট্যাক্স গুনতে হবে না। এই নিয়ম খুব তাড়াতাড়ি কার্যকর হবে বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে।

Advertisements

কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বলেন, ‘জাতীয় সড়কে ৬০ কিমি দূরত্বের মধ্যে থাকা টোলপ্লাজাগুলি বন্ধ করে দেওয়া হবে আগামী তিন মাসের মধ্যে’। শুধু তাই নয় এতদিন ধরে থাকা এই ধরনের টোলপ্লাজাকে কেন্দ্রীয় মন্ত্রী বেআইনি বলেও তোপ দেগেছেন। বেআইনি বলে তোপ দাগার পাশাপাশি তিনি এর ব্যাখ্যা দিয়েছেন।

Advertisements

নীতিন গড়করি বলেন, “যা হয়েছে তা ভুল ও বেআইনি। আমি আপনাদের কথা দিচ্ছি তিন মাসের ৬০ কিমির মধ্যে একটি টোল প্লাজা থাকবে। যদি দ্বিতীয় কোনও টোল প্লাজার সন্ধান মেলে তাহলে তা বন্ধ করে দেওয়া হবে। এর থেকে সরকার টাকা পাচ্ছে বলেই মানুষকে ভুগতে হবে, এটা চলতে পারে না।”

টোল প্লাজার সংক্রান্ত তার বক্তব্যের ভিডিওটি নীতিন গড়করি তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছে, এবার থেকে গাড়ির টোল আদায়ের জন্য জিপিএস ব্যবস্থা আসবে। এই জিপিএস ব্যবস্থা আনার পরিপ্রেক্ষিতে গাড়ি বের করলে কতদূর যাচ্ছে, কোন রাস্তায় যাচ্ছে সব জানা যাবে এবং নিজে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা টোল ট্যাক্স-এর খাতায় চলে যাবে। এই ব্যবস্থা আনার পরিকল্পনা চলছে।

Advertisements