কলকাতা বিমান বন্দরে ফের বন্ধ দেশের ৬ শহরের বিমান পরিষেবা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জুন মাসের শেষের দিকে নবান্নের সাংবাদিক বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দর থেকে মাসে দুবার ঘরোয়া বিমান চলাচল করা উচিত। আর বিদেশে আটকে থাকা ভারতীয়দের জন্য ‘বন্দে ভারত মিশন’ পরিষেবায় মাসে একবার চলাচল করা উচিত কলকাতা বিমানবন্দরে।

Advertisements

Advertisements

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এমন কথা জানিয়েছিলেন সংক্রমণের কথাকে মাথায় রেখে। এমনকি তিনি এনিয়ে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রককে অনুরোধ জানিয়েছিলেন। আর করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকারের এই উদ্যোগে সায় দিয়ে শনিবার কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রক সিদ্ধান্ত নেয় আগামী ৬ থেকে ১৯ জুলাই দিল্লি-সহ দেশের ছ’টি শহর থেকে উড়ান আসবে না কলকাতায়। আর এই সিদ্ধান্তের কথা কলকাতা বিমানবন্দর থেকে শনিবার বিকালে টুইট করে জানানো হয়।

Advertisements

কলকাতা বিমানবন্দরের তরফ থেকে ট্যুইটে জানানো হয়েছে, “সকলকে জানানো হচ্ছে যে আগামী ৬ থেকে ১৯শে জুলাই দিল্লি, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, পুণে ও নাগপুর থেকে কোনো উড়ান আসবে না কলকাতা বিমানবন্দরে। এই সময়সীমা বা পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই সিদ্ধান্তই বজায় থাকবে।”

লকডাউন চলাকালীন দুমাস ঘরোয়া বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকার পর ২৫শে মে দেশে প্রথম পুনরায় বিমান পরিষেবা চালু করা হয়। তবে বিমান পরিষেবা চালু হওয়ার প্রথম থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দেশের অতিসংক্রামিত শহরগুলি থেকে বিমান কলকাতা বিমান বন্দরে আসা নিয়ে আলাদা করে বেশ কিছু বিধিনিষেধের পক্ষে সওয়াল করা হয়। তবে তারপরেও বিমান পরিষেবা ধীরে ধীরে চলতে থাকলেও এবার ফের দেশের ছ’টি শহর থেকে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ হল।

Advertisements