‘অনলাইলেই হবে স্টল বুকিং’, বিশ্বভারতী ও ব্যবসায়ী সমিতির দ্বন্দ্বে অনিশ্চয়তায় পৌষমেলা

Shyamali Das

Updated on:

অমরনাথ দত্ত : বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং পৌষ মেলা কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে অনলাইনেই ব্যবসায়ীদের করতে হবে পৌষ মেলায় স্টল বুকিং। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ব্যবসায়ী সমিতির সাথে বিশ্বভারতীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই দ্বন্দ্ব মেটাতে শনিবার বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পৌষ মেলা কমিটির সাথে ব্যবসায়ী সমিতির আড়াই ঘন্টা বৈঠকেও কোন সমাধান সূত্র পাওয়া গেল না। স্বভাবতই পৌষমেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়, “বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং উপাচার্য আমাদের কোন কথায় শুনতে চাইছেন না। পৌষমেলায় আমাদের স্টল করা নিয়ে রয়েছে চারটি দাবি, কিন্তু তিনি সেই সকল দাবি মানতে চাইছেন না বরং আমাদের ঘাড়ে তাঁর দাবি চাপিয়ে দিচ্ছেন।”

তাদের আরও অভিযোগ, “উপাচার্য সরাসরি আমাদের বলে দিচ্ছেন, যারা পৌষমেলায় লাভ করতে স্টল করেন তাদের আসতে হবে না। কিন্তু এমন কথা বলার এক্তিয়ার ওনার নেই। ব্যবসায় লাভ করা আমাদের ভারতীয় নাগরিক হিসাবে অধিকার।”

যদিও পৌষ মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, “স্টলের ভাড়া এবং সিকিউরিটি মানি অনেক বেশি বলে অভিযোগ ছিল ব্যবসায়ী সমিতির। তাদের সেই দাবি মেনে আমরা সিকিউরিটি মানি ও স্টলের ভাড়া অর্ধেক নেওয়ার কথা বলেছি। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। তারা সময় চেয়েছেন, সকলের সাথে কথা বলে জানাবেন।”

প্রসঙ্গত, পৌষমেলার জন্য রয়েছে হাতেগোনা কয়েকটি মাত্র দিন। কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ ও পৌষমেলা কমিটির সাথে ব্যবসায়ী সমিতির দ্বন্দ্বে এখনো পর্যন্ত মেলার মাঠে একটিও বাঁশের খুঁটির দেখা মেলেনি। যা নিয়ে পৌষমেলার ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, ‘আলোচনার মাধ্যমেই আমরা সমস্ত সমাধান মিটিয়ে নেব’।