‘এবার উনাকে ঢোক গিলতে হবে’, ‘চরাম চরাম ঢাক’ প্রসঙ্গে খোঁচা অনুপমের

অমরনাথ দত্ত : বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনের আগে বিতর্কিত নিদান দিতে দেখা গিয়েছে। কখনো তাকে বলতে দেখা গিয়েছে চরম চরম ঢাকের কথা, কখনো আবার গুড় বাতাসা জল! আর আগামী বিধানসভা নির্বাচনে তাহলে কি এই সকল নিদানই কি আবার ফিরে আসছে! এই সকল নিদান প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা জানিয়ে দিলেন, ‘এবার উনাকে ঢোক গিলতে হবে।’

শনিবার বোলপুরে এসে অনুপম হাজরা অনুব্রত মণ্ডলের বিতর্কিত নিদান প্রসঙ্গে বলেন, “এবার উনাকে ঢোক গিলতে হবে। অনেক জল খেয়েছেন, অনেক মানুষকে জল খাইয়েছেন। এবার উনার ঢোক গেলার সময় এসেছে। দেখবেন এখন আর আগের মতো তেজ নেই। বর্তমানে দেখা যাচ্ছে দিদির মতিভ্রম হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে নানান ভাবেই বিকৃত করছেন তিনি। সেই জায়গায় তার আদরের ভাইকে তো আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন।”

পাশাপাশি অনুপম হাজরা আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠুভাবে রাজ্যে নির্বাচন যাতে হয় সেজন্য সমস্ত রকম প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন। প্রয়োজনে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় তাও করা হবে।

অনুপম হাজরার কথায়, “আমরা এবারে নিশ্চিত করবো যাতে মানুষ নিজের ভোট নিজে দিতে পারেন। তার জন্য যা যা করণীয়, যদি রাষ্ট্রপতি শাসনও জারি করতে হয় আমরা সেটাও করবো। যেন মানুষ গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেশে থেকে গণতান্ত্রিক অধিকার টুকু প্রয়োগ করতে পারেন।”

পাশাপাশি তিনি এদিন তৃণমূলকে খোঁচা দিয়ে বলেন, “আগে আমরা শুনতাম ভোট দেবো। কিন্তু তৃণমূল আসার পর থেকে একটা ট্রেন্ড এসেছে, যেটা হলো ‘আমরা ভোট করিয়ে নেবো।’ মানে আপনার ভোটটা আপনি দিতে পারবেন না ওরা দিয়ে দেবে। সেইটা আমরা এবার বন্ধ করবো। এটা আমাদের শপথ। পশ্চিমবঙ্গের বাসিন্দাদের নিশ্চিত করতে চাই এবারের ভোট শান্তিপূর্ণ হবে। সেটা যেভাবেই হোক না কেন। আর কাকু তো অনেক বাতাসা টাতাসা খাইয়ে ভোট করাতেন, সেসব আর এই বছর চলবে না।”