নিজস্ব প্রতিবেদন : NCTE-র নিয়ম মেনেই শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। রাজ্য সরকারের হাজার হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে এবার নতুন পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। গত ২৬ শে ফেব্রুয়ারি এক নির্দেশিকা বেরোয়, যেখানে লেখা আছে যে প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কোন রকম ইন্টারভিউ নেওয়া হবে না। এক্ষেত্রে লিখিত পরীক্ষায় হবে চূড়ান্ত। তাহলে কিভাবে এবার থেকে নিয়োগ হবে শিক্ষক?
রাজ্য সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগ করা হবে শিক্ষক। লিখিত পরীক্ষায় যে যেরকম নম্বর পাবে সেই নম্বরের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু হঠাৎ কেন এরকম সিদ্ধান্ত নিলেন রাজ্য সরকার?
বিশেষজ্ঞ মহল মনে করছেন যে শিক্ষা প্রক্রিয়াকে দ্রুততর ও দুর্নীতি মুক্ত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের অনেকেরই অভিযোগ থাকে যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে অনেক বেশি দুর্নীতি করা হয়। লিখিত পরীক্ষায় পাশ করেও অনেকে ইন্টারভিউ বোর্ডে আটকে যান দুর্নীতির শিকার হয়ে। ইন্টারভিউ বোর্ডের ক্ষেত্রে অনেক সময়ই চেনা-পরিচিত মানুষকে গুরুত্ব দেওয়া হয় অনেক ক্ষেত্রেই টাকার খেলাও থাকে। কিন্তু এইবার এই প্রক্রিয়াকে স্বচ্ছ করতেই এই পদক্ষেপ নিলেন রাজ্য সরকার। আর যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ না ওঠে সেই কারণেই ইন্টারভিউ প্রক্রিয়াকে বাতিল করার পক্ষপাতি রাজ্য সরকার।
লিখিত পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করতে চাইলে পরীক্ষার্থী সেটাও করতে পারবে তিন বছরের মধ্যে। এই প্রক্রিয়ার ফলে পরীক্ষার্থীরা কিছুটা হলেও আশ্বস্ত হলো। ২০২১ সালে ভোটের আগেই রাজ্য সরকার কিছু চমক দিতে চাইছেন রাজ্যবাসী দের। আর সেক্ষেত্রে এই চমকে নিঃসন্দেহে একটি বড় চমক। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করার জন্য এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।