নিজস্ব প্রতিবেদন : দেশের পাশাপাশি বর্তমানে রাজ্য করোনা সংক্রমণের অনেকটাই কমেছে। সংক্রমণের গ্রাফ কমায় রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক ক্ষেত্র খোলার অনুমতি দিয়েছে। শিথিলতা আনা হয়েছে কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে। তবে এসবের মাঝেই আবার করোনার তৃতীয় ঢেউ ভ্রুকুটি দিচ্ছে। যে কারণে পশ্চিমবঙ্গ সরকার এখনই রাজ্যে লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্তে হাঁটতে পারে নি। আর এই লোকাল ট্রেন চলা নিয়ে বুধবার নয়া ঘোষণা করতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে ৫০% করোনা ভ্যাকসিন প্রদান না হওয়া পর্যন্ত লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হবে না। আর মুখ্যমন্ত্রী তার এই নিজের সিদ্ধান্তে অবিচল থাকার পাশাপাশি কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা এই নতুন ঘোষণায় জানালেন। বুধবার নবান্নে যে সাংবাদিক বৈঠক ছিল সেই বৈঠকেই তিনি পুরো বিষয়টি খোলাসা করলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “থার্ড ওয়েভ যেটা আসার কথা সেটা বাচ্চাদের জন্য বিপদজনক। লোকাল ট্রেনে কেউ হয়তো আসবেন, তার বাড়িতে বাচ্চা আছে, তার থেকে বাচ্চাটার হবে। গ্রামে গ্রামে টিকাকরণ হোক, তার পরেই ট্রেন চলবে। বাচ্চাদের জন্যই এই লোকাল ট্রেন বন্ধ রাখা হয়েছে।”
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যে সমস্ত ঘিঞ্জি এলাকায় রয়েছে সেই সমস্ত ঘিঞ্জি এলাকায় টিকাকরণের ক্ষেত্রে আমরা জোর দিয়েছি। তবে যে পরিমাণ টিকার প্রয়োজন, সেটা পাওয়া যাচ্ছে না। যে কারণে এত দেরি হচ্ছে। না হলে এত দিন অনেকটা হয়ে যেত। শহর এলাকায় যেহেতু জনবসতি বেশি তাই সেই সকল এলাকায় এখন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। এরপর গ্রামে গ্রামে ভ্যাকসিন দেওয়া হবে।”