Mobile Recharge: আর করতে হবে না ফালতু খরচ, মোবাইল রিচার্জ নিয়ে মাঠে নামলো ট্রাই

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বেসরকারি তিন টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়ার ফলে চরম সমস্যায় পড়তে হয়েছে দেশের সাধারণ মানুষদের। এইভাবে এতটা মোবাইল রিচার্জ (Mobile Recharge) খরচ বেড়ে যাওয়ার ফলে সরকারের হস্তক্ষেপও চাইছেন বহু নাগরিক। এসবের পরেই এবার ফালতু খরচ ঠেকাতে মাঠে নামল ট্রাই (Trai)।

Advertisements

মোবাইল রিচার্জের খরচ কমানোর জন্য প্রায় যেভাবে সম্প্রতি উঠে পড়ে মাঠে নেমেছে তাতে আশা করা হচ্ছে কিছু একটা ব্যবস্থা হবে। অন্ততপক্ষে দেশের সেই সকল মানুষেরা এই বিষয়ে অনেকটা আশাবাদী যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। কেননা মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি পাওয়ার পর সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে তাদের পকেটেই।

Advertisements

ট্রাই এই বিষয়ে প্রস্তাব এবং পরামর্শ নেওয়ার জন্য একটি কনসাল্টেশন পেপার রিলিজ করেছে। যে পেপারে যে কোন গ্রাহকরা তাদের মতামত জানাতে পারবেন। মতামত জানানোর জন্য আগামী ১৬ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে এর পাল্টা হিসাবে যদি কেউবা কোন টেলিকম সংস্থা পরামর্শ দিতে চাই তার জন্য সময় দেওয়া হয়েছে ২৩ আগস্ট। ট্রাই ঠিক কি বলতে চাইছে এবং কি জন্য এমন কনসালটেশন পেপার চালু করল?

Advertisements

আরও পড়ুন ? BSNL Recharge Plan: আনলিমিটেড কল, প্রতিদিন ২ জিবি ডেটা, BSNL আনল লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান

বর্তমানে যে সকল রিচার্জ প্ল্যানগুলি রয়েছে সেই সকল রিচার্জ প্ল্যানগুলির দিকে তাকালে দেখা যাবে, অধিকাংশ রিচার্জ প্ল্যানই হলো বান্ডেল প্যাক। অর্থাৎ এই সকল রিচার্জ প্ল্যানের সঙ্গে আনলিমিটেড কল, এসএমএস, ডেটা, ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশন ইত্যাদি দেওয়া হয়। কিন্তু দেশের অনেক গ্রাহক রয়েছেন যাদের এই সকল অনেক কিছুই দরকার হয় না। যে কারণে তাদের রীতিমত ফালতু ফালতু টাকা খরচ করতে হয়।

এসবের পরিপ্রেক্ষিতেই ট্রাই প্রস্তাব দিয়েছে, যাতে করে টেলিকম সংস্থাগুলি কেবলমাত্র কল ও এসএমএস রয়েছে এমন প্যাক ফিরিয়ে আনে। এমন প্যাক ফিরিয়ে আনা হলে খরচ অনেকটাই কমে যাবে বলে আশাবাদী। দেশে এখনো বহু গ্রাহক রয়েছে যারা সাধারণ ফিচার ফোন ব্যবহার করেন। সেই সকল গ্রাহকদের স্বস্তি ফিরবে যদি ট্রাইয়ের পরামর্শ মেনে টেলিকম সংস্থাগুলি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করে। কেননা ঐ সকল গ্রাহকরা কল ও এসএমএস ছাড়া ডেটা বা ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করার মত কোন সুযোগ পান না। এক্ষেত্রে নতুন রিচার্জ প্ল্যান এলে তাদের খরচ যেমন কমে যাবে ঠিক সেইরকমই ফালতু খরচও করতে হবে না।

Advertisements