নিজস্ব প্রতিবেদন : শুধু ভারত নয়, গোটা বিশ্বজুড়ে এখন মানুষের চালচলন এমন হয়েছে যে বিদ্যুৎ (Electric) ছাড়া এক পা চলা মুশকিল। বাড়ির এসি থেকে শুরু করে গিজার, সাধারণ আলো, ফ্যান, টিভি সহ সব কিছুই চলে বিদ্যুতে। আর এসবে সব কিছু চলতে চলতে মাসের শেষে যখন মোটা বিল এসে পৌঁছায় তখনই মাথায় হাত করতে শুরু করে মধ্যবিত্তদের। কিন্তু এবার বিদ্যুতের বিল নিয়ে এমন চিন্তার দিন শেষ করে দিল কেন্দ্র, লঞ্চ হল নতুন প্রকল্প প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhanmantri Suryodaya Yojana)।
সোমবার ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দেশের সাধারণ মানুষদের মাথা থেকে বিদ্যুতের বিল নিয়ে দুশ্চিন্তা দূর করার জন্য নতুন এই প্রকল্পের উদ্বোধন করলেন। নাম শুনেই বোঝা যায় এই প্রকল্পের মাধ্যমে কিভাবে বিদ্যুৎ বিলের সুরাহা করা হবে কেন্দ্রের তরফ থেকে।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন এই যে প্রকল্প চালু করা হলো তার মাধ্যমে সোলার প্যানেল বসানো হবে। যে সোলার প্যানেলের মাধ্যমেই বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে এক কোটি এই ধরনের রুফটপ সোলার প্যানেল বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপভোক্তাদের বাড়ির ছাদে এই সোলার প্যানেল বসানো হবে বলেই জানা যাচ্ছে নতুন এই প্রকল্প সম্পর্কে।
আরও পড়ুন ? Energy saving Fan: বিদ্যুৎ বিল নিয়ে জেরবার, ঘরে আনুন বাংলাতেই তৈরি এই নতুন ফ্যান
২২ জানুয়ারি নতুন এই প্রকল্পের সূচনা করা হলেও এখনো পর্যন্ত বেশ কিছু বিষয় স্পষ্ট নয়। যেমন, কেন্দ্রের তরফ থেকে এক কোটি বাড়িতে এমন সোলার প্যানেল বসানোর পরিকল্পনা নেওয়া হলেও কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য কি কোন রোজগারের ঊর্ধসীমা অথবা অন্য কোন শর্ত রাখা হয়েছে? আশা করা হচ্ছে দিন কয়েকটির মধ্যেই এই সমস্ত বিষয়গুলি সামনে চলে আসবে।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
এছাড়াও জানা যাচ্ছে, কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন এই যে প্রকল্পের উদ্বোধন করা হলো সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা চালু হতে পারে। এর জন্য খুব তাড়াতাড়ি একটি পোর্টাল চালু করা হতে পারে। তবে যে সকল উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা নিতে চান তাদের অবশ্যই নিজস্ব বাড়ি থাকতে হবে। কেননা যেহেতু বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করা হবে তাই নিজের নামে বাড়ি থাকাটা আবশ্যিক।