Indian Railways: যাত্রা বাতিল হলেও টিকিট বাতিল করার কোন প্রয়োজন নেই, রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Railways: ভারতীয় রেল মানুষের সুবিধার্থে নানা রকমের প্রকল্প চালু করে থাকে। তাছাড়া তাদের বিভিন্ন পরিকল্পনাও হয় মানুষের স্বার্থে। এই বৃহত্তম নেটওয়ার্ক বর্তমানে দেশের মানুষের অন্যতম ভরসার জায়গা। সাশ্রয়ী মূল্যে যেকোন জায়গায় সহজেই পৌঁছে যাওয়া যায় ভারতীয় রেলের সাহায্যে। সম্প্রতি ভারতীয় রেল নিয়ে এলো এক বিশেষ সুবিধা। আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে না পড়লে সেই বিশেষ সুবিধার সম্পর্কে জানতে পারবেন না।

Advertisements

যাত্রা বাতিল হলেও এখন থেকে আর টিকিট বাতিল করার দরকার নেই। যিনি যাত্রা বাতিল করেছেন তিনি না গেলেও পরিবারের যদি অন্য কোন সদস্য থাকে তাহলে তার নামে কনফার্ম হওয়া ট্রেন টিকিট ট্রান্সফারের সুযোগ করে দিল ভারতীয় রেল (Indian Railways)। সর্বক্ষেত্রে কি এই সুবিধা প্রযোজ্য? না যেসব ব্যক্তিরা কাউন্টার থেকে টিকিট বুক করবেন তাদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রযোজ্য থাকবে। যদি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেন তাহলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন। কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও যদি কেউ ভ্রমণ না করে থাকেন তাহলে সেই টিকিট বাতিল করতে হবে না। পরিবারের অন্য সদস্যদের নামে সেই টিকিট সহজেই স্থানান্তরিত হয়ে যাবে।

Advertisements

আরো পড়ুন: বন্দে ভারতের গতি নিয়ে প্রশ্ন লোকসভায়, কমবে বাড়বে নাকি এমনই চলবে জানালো রেলমন্ত্রী

সাধারণত ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হলে যাত্রীরা টিকিট বাতিল করেন। যেই টাকা ফেরত পাওয়া যায় তার থেকে চার্জ হিসেবে কেটে নেওয়া হয়। টাকা সংক্রান্ত এইসব সমস্যার সমাধানের জন্যই ভারতীয় রেল এই অভিনব ব্যবস্থা চালু করেছে। তবে সবযাত্রী যে এই সুবিধা লাভ করতে পারবে তা কিন্তু নয়। এই সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনা টিকিটের জন্য প্রযোজ্য। যেসব যাত্রী ভ্রমণের জন্য অনলাইন থেকে টিকিট বুক করবেন তারা কিন্তু এই সুবিধা লাভ করতে পারবেন না। একটি টিকিট কেবল একবারই স্থানান্তর করা যাবে এবং সেটি শুধুমাত্র বাবা-মা, ভাইবোন, সন্তান বা স্বামীর/স্ত্রীর নামে ট্রান্সফার করা যাবে।

Advertisements

আরো পড়ুন: BSNL এর নতুন চমক, ঘোষণা হতেই চিন্তায় মাথায় হাত মুকেশ আম্বানির

এই টিকিট কিভাবে স্থানান্তরিত করতে হবে আসুন জেনে নিই। যাত্রা করার যে নির্ধারিত সময় থাকবে তার অন্তত ২৪ ঘন্টা আগে নিকটবর্তী রেলওয়ে কাউন্টারে পৌঁছে যেতে হবে। এই পদ্ধতি চালু হওয়ার ফলে সুবিধা হয়েছে সাধারণ মানুষের। স্থানান্তরযোগ্য ব্যক্তির নাম সহ একটি আবেদনপত্র জমা দিতে হবে এবং উভয় পক্ষের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। একবার নথি যাচাই করতে পারলে রেলকর্তারা (Indian Railways) সেই টিকিট স্থানান্তর করে দেবে।

যদি ঘরে বসে অনলাইনে টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু এই সুবিধা লাভ করতে পারবেন না। এই বিশেষ সুবিধা শুধুমাত্র কাউন্টার থেকে কেনা টিকিটের জন্য। একবার যদি কারো নামে এই টিকিট স্থানান্তরিত হয়ে যায় তাহলে কিন্তু তা পরিবর্তন কোনোভাবে সম্ভব না। যাত্রীদের সুবিধার্থে এই পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways), জরুরী পরিস্থিতিতে এটি খুবই কার্যকরী। তবে শুধুমাত্র পরিবারের সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য থাকবে।

Advertisements