ফোনে চাইনিজ অ্যাপ খুঁজে বের করতে অন্য অ্যাপ, কি বলছেন বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিবেদন : মাসকয়েক ধরেই ভারত ও চীন সীমান্তে উত্তেজনা বাড়ার সাথে সাথেই ভারতে চীনা পণ্য সামগ্রী বর্জনের ডাক ওঠে। আর এই ডাককে ত্বরান্বিত করেন লাদাখের বিখ্যাত গবেষক সোনম ওয়াংচুক। তার ডাকে সাড়া দিয়ে দেশের সেলিব্রিটিরাও চাইনিজ নানান পণ্য বর্জনের পথ বেছে নেন। আর এই চীনা পণ্য বর্জনের ডাকে আরও ত্বরান্বিত করে গত ১৫ তারিখ রাতে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন বিবাদ। যে ঘটনায় শহীদ হন ভারতের ২০ জন সেনা জওয়ান।

চীনা পণ্য বর্জনের ক্ষেত্রে দেশের মানুষ সবথেকে বেশি ঝুঁকেছেন চাইনিজ অ্যাপ নিজেদের স্মার্টফোন থেকে ডিলিট করা অথবা ছুঁড়ে ফেলার জন্য। যে কারণে অনেকেই খুঁজে বেড়াচ্ছেন তাদের ফোনে থাকা অ্যাপটি চাইনিজ কিনা। এজন্য অনেকেই অন্য আরও অ্যাপ নিজেদের স্মার্টফোনে ইন্সটল করছেন। কিন্তু চাইনিজ অ্যাপ চেনার জন্য সত্যিই কি আরও একটি অ্যাপ ইন্সটল করা প্রয়োজন বা কতটা সুরক্ষিত? কি বলছেন বিশেষজ্ঞরা।

স্মার্টফোনে থাকা চাইনিজ অ্যাপ শনাক্ত করে ডিলিট করার জন্য ভারতের জয়পুরের একটি সংস্থা ‘রিমুভ চায়না অ্যাপস’ নামে একটি অ্যাপ ডেভেলপ করে গুগল প্লে স্টোরে আপলোড করেছিল মে মাসে। সেই অ্যাপটি দিন কয়েকের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করেন। তবে নিয়ম না মানার জন্য গুগল তাদের প্লে স্টোর থেকে এই অ্যাপটিকে সরিয়ে দেয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হলেও অ্যাপটি সম্পূর্ণভাবে ভারতীয় সংস্থা দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং অ্যাপটি কার্যকারিতা ছিল উল্লেখযোগ্য। কিন্তু এর পাশাপাশি বেশকিছু সংবাদমাধ্যম এই অ্যাপটিকে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়ার পর অন্য আরও কতকগুলি বিকল্প অ্যাপের নাম তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। যেমন Chinese App Detector, China Apps Scanner, Detect Chinese Apps ইত্যাদি। কিন্তু এই সকল অ্যাপ নিজেদের স্মার্টফোনে ডাউনলোড করা কতটা সুরক্ষিত এবং এদের কার্যকারিতা কতটা, পাশাপাশি কোন চাইনিজ অ্যাপকে ডিলিট করার জন্য আরও একটি অ্যাপ নিজেদের ফোনে ইন্সটল করা কতটা গ্রহণযোগ্য তা নিয়েই উঠছে প্রশ্ন।

বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোনে থাকা অ্যাপ কোন দেশের তা শনাক্ত করার জন্য অন্য কোন অ্যাপের প্রয়োজন নেই। বরং যে সকল অ্যাপের নাম করা হচ্ছে সেগুলিতে প্রতি পদে পদে বিজ্ঞাপন দেখানো হয়। আর ফুলস্ক্রিন বিজ্ঞাপনের ক্ষেত্রেও ব্যবহারকারীদের মধ্যে নানান ধরনের ঝুঁকি থেকে যায়। এছাড়াও এই সকল অ্যাপগুলি কেবলমাত্র গুটিকয়েক অ্যাপকে চাইনিজ অ্যাপ হিসাবে শনাক্ত করতে পারে। সুতরাং একটি অ্যাপকে ডিলিট করার জন্য অন্য অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই।

তাহলে কিভাবে কোন অ্যাপ কোন দেশের তা শনাক্ত করা যাবে?

উপায় জানাতে বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোন ব্র্যান্ডেড অ্যাপ কোন দেশের তা জানার জন্য গুগলে সার্চ করতে হবে ‘অ্যাপের নাম (স্পেস) Origin country’ লিখে। ব্যাস, এইটুকু লিখে সার্চ করলেই আপনাকে দেখিয়ে দেবে অ্যাপটি কোন দেশের। উদাহরণস্বরূপ তারা জানিয়েছেন, Tiktok কোন দেশের তা জানার জন্য গুগোল সার্চ বারে লিখুন ‘TikTok Origin Country’। দেখতে পাবেন এই অ্যাপটি কোন দেশের, এছাড়াও আরও প্রয়োজনীয় তথ্য দেখে নিতে পারবেন এই ভাবেই।