নিজস্ব প্রতিবেদন : বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হলো ভারতীয় রেল (Indian Railways)। এই রেল নেটওয়ার্কের উপর নির্ভর করে প্রতিদিন হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ব্যাপক এই নির্ভরশীলতার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে সবসময় যাত্রীদের স্বাচ্ছন্দ এবং নিরাপত্তা দিতে তৎপর।
ভারতীয় রেল এখনো পর্যন্ত দেশে যে সকল নতুন নতুন ট্রেন সূচনা করতে সক্ষম হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সাফল্য হলো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এছাড়াও একই সুবিধা যুক্ত ট্রেন বন্দে মেট্রোও (Vande Metro) চলছে বিভিন্ন রুটে। এখনো পর্যন্ত ১৮টি রুটে এই দুই ধরনের ট্রেন চলছে। যার মধ্যে তিনটি ট্রেন চলছে পশ্চিমবঙ্গের হাওড়া ও নিউ জলপাইগুড়ি থেকে।
তিনটি ট্রেনের মধ্যে একটি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, একটি হাওড়া থেকে পুরী এবং আরেকটি নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পরিষেবা দিয়ে থাকে। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে আরও সাতটি বন্দে ভারত হাওড়া ও শিয়ালদহ থেকে বিভিন্ন রুটে চলাচল করবে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে একটি রেলের প্রপোজাল কপি ভাইরাল হয়। আর সেই ভাইরাল কপি নিয়েই অবশেষে পূর্ব রেল তাদের পরিকল্পনার কথা জানালো।
পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই প্রপোজাল কপির পরিপ্রেক্ষিতে তারাও দেখেছেন, হাওড়া-গয়া, আসানসোল-বারাণসী, আসানসোল-পুরী, মালদা টাউন-পাটনা, হাওড়া-আজিমগঞ্জ, শিয়ালদা-জামালপুর, শিয়ালদা-লালগোলা, হাওড়া-ভাগলপুর ইত্যাদি বিভিন্ন রুটে বন্দে ভারত ছুটবে বলে দাবি করা হয়েছে। এমনকি ওই ভাইরাল কপির পরিপ্রেক্ষিতে বহু সংবাদ মাধ্যম খবর করেছে।
তবে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই ধরনের যে কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই কপির ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর করেছিল তা পুরোপুরি কাল্পনিক। এই সকল খবর সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কেননা এই সকল রুটে বন্দে ভারত চালানোর জন্য এখনো পর্যন্ত রেলের তরফ থেকে কোনরকম নিশ্চয়তা পাওয়া যায়নি। এই বিষয়ে রেলের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, কোন রুটে কি ট্রেন চলবে তা জানতে যেন সবসময় রেলের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখা হয়।