‘পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন করেও NRC করতে দিবো না’, বড় আন্দোলনের হুঁশিয়ারি অনুব্রত মণ্ডলের

হিমাদ্রি মন্ডল : “শরীরে এক বিন্দু রক্ত থাকতে এনআরসি করতে দেবো না। কি করবে, রাষ্ট্রপতি শাসন করবে!” পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের জল্পনাকে উস্কে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি শোনা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের মুখ থেকে।

এনআরসি ও সিএএ নিয়ে দিনের পর দিন উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি থেকে দেশ। এই দুয়ের প্রতিবাদের মঙ্গলবার বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের ব্লক মাঠে একটি মহিলা সম্মেলনের আয়োজন করে তৃণমূল। যে সভায় বক্তব্য রাখতে গিয়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সরকারকে এনআরসি ও সিএএ নিয়ে ক্ষুরধার আক্রমণ করেন। প্রথম থেকেই তিনি বলতে থাকেন “পশ্চিমবঙ্গে এনআরসি হবে না, মমতা ব্যানার্জি যতদিন বেঁচে আছেন পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবে না।”

সভায় বক্তব্য রাখার মাঝে তিনি বলেন, “আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না। কি করবে, রাষ্ট্রপতি শাসন করবে? তোমার তো এখানে কোন মুখ্যমন্ত্রী নাই। মুখ্যমন্ত্রী যখন বিজেপির নাই, তাহলে কি রাষ্ট্রপতি শাসন করে করবে? আমরা আন্দোলন করবো, আমরা সেই আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। ভয়ঙ্কর আন্দোলন করবো, একবিন্দু আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। মরবো তবু আন্দোলন থেকে পিছিয়ে আসবো না। পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবো না। পশ্চিমবাংলায় কি হিন্দু, কি মুসলিম, কি আদিবাসী সবাই একসঙ্গে থাকবো। এখানে কোন জাতিপাতি করতে দেব না।”

এছাড়াও তিনি আজ পুরন্দরপুরের এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মাথামোটা বলে কটাক্ষ করে তিনি বলেন, “কই বাজপাই সরকার তো বলে নাই এনআরসি করতে হবে। লাল বাহাদুর শাস্ত্রী তো বলে নাই এনআরসি করতে হবে। ইন্দিরা গান্ধী তো বলে নাই এনআরসি করতে হবে। জহরলাল নেহেরু বলে নাই এনআরসি করতে হবে। গুজরাল তো বলে নাই এনআরসি করতে হবে। তাহলে এমন কি তোমার মাথার ভিতর ভরা আছে, মাথামোটার দল, তুমি বললে ভারতবর্ষে আমাকে এনআরসি করতে হবে। কি দরদ! ভয়ঙ্কর ভারতবর্ষের জন্য দরদ। আমি জানিনা ভারতবর্ষে দাদুর জমিদারী ছিল কিনা।”

এছাড়াও এদিন অনুব্রত মণ্ডল কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, “ভারতবর্ষের অর্থনীতি বাংলাদেশের থেকে খারাপ হয়ে গেছে। কেন্দ্র সরকার যেখানে বলেছিলেন বছরে দুই কোটি করে চাকরি দেবেন, এক কোটি করে চাকরি দেখান। সব ট্রেন বেসরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হচ্ছে।”

আর সবশেষে NPR নিয়ে বলেন, “ঘরে ঘরে সার্ভে করতে এলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন। অথবা গরুর চ্যাটের মত চ্যাট মেরে দেবেন। মজা পেয়েছে, তুমি বলবে বাড়িতে কটা ছাগল আছে, কটা গরু আছে। তারপর দেখতে চাইবে ৭১ সালের দলিল। তারপর বলবে কটা মানুষ আছে!”

প্রসঙ্গত আজ পুরন্দরপুরের এই তৃণমূলের মহিলা সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও সাঁইথিয়া বিধানসভার বিধায়িকা নীলাবতী সাহা, বীরভূম জেলা পরিষদের পরামর্শদাতা অভিজিৎ সিংহ ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ।