‘CAA’র সমর্থনে তৃণমূলের ১ মন্ত্রী সহ ৬০ বিধায়ক অন্য রাস্তা দেখছেন’, সৌমিত্র খাঁ

Shyamali Das

Updated on:

নিজস্ব প্রতিবেদন : “অভিষেক ব্যানার্জীর সাথে সংসার করতে না পারায় আর সিএবি’র সমর্থনে তৃণমূলের ৬০ জন বিধায়ক রাস্তা দেখা শুরু করে দিয়েছেন। যাদের মধ্যে রয়েছেন একজন প্রভাবশালী মন্ত্রীও।”

ঠিক এভাবেই শনিবার ময়ূরেশ্বরের ২ নম্বর ব্লকের কোটাসুরে উপস্থিত হয়ে তৃণমূলকে বিঁধলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার কোটাসুরে সিএবি ও এনআরসির সমর্থনে এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর প্রতিবাদে বিজেপির মিছিলের পর এমনই মন্তব্য শোনা গেল সৌমিত্র খাঁয়ের মুখ থেকে। তিনি নাম না করে জঙ্গলমহলের এক প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগ করার প্রসঙ্গ তুলে ধরেন।

বিজেপির মিছিল শেষে বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূলের ৬০ জন বিধায়ক অভিষেক ব্যানার্জীর সাথে সংসার করতে না পেরে রাস্তা দেখতে শুরু করেছেন। পাশাপাশি তাদের সিএবি ও এনআরসির সমর্থন রয়েছে।”

৬০ জন বিধায়কের পাশাপাশি রয়েছেন একজন মন্ত্রী! কে সেই মন্ত্রী? এ প্রসঙ্গে তিনি জানান, “আকার ইঙ্গিতে বুঝতে পারছেন তিনি একজন আমাদের এলাকার অর্থাৎ জঙ্গলমহলের প্রভাবশালী নেতা।”

একথা শুনে সাংবাদিকদের প্রশ্ন, তাহলে কি তিনি তাড়াতাড়ি মন্ত্রিত্ব ছেড়ে….

এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি শুধু একটি কথাই বলবো, তৃণমূলের প্রায় ৬০ জন বিধায়ক রাস্তা দেখা শুরু করে দিয়েছেন। সিএবি সমর্থনে তারা খুব তাড়াতাড়ি আমাদের জায়গায় আসছেন।”

সিএএ বা এনআরসি’র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদকে কটাক্ষ করে তিনি এদিন জানান, “মুখ্যমন্ত্রীর কথায় কোথাও কেউ রাস্তায় নামেননি। শুধুমাত্র জাতির মধ্যে বিভেদ ঘটিয়ে তাদেরকে রাস্তায় নামাচ্ছেন। মুখ্যমন্ত্রী আসলে নিজেই ভাংচুরের নেত্রী, তিনি নতুন করে বাংলাকে কি আর দিশা দেখাবেন।”