আমরা কম-বেশি সকলেই জানি বিশ্বের উচ্চতম পর্বত হল মাউন্ট এভারেস্ট। যার উচ্চতা ৮ হাজার ৮৪৮ মিটার। উচ্চতম পর্বত শৃঙ্গ হলেও এই পর্বতে আরোহন (Summit) করেছে পর্বতারোহীরা। তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে একটি আশ্চর্যজনক ঘটনা। জানা গিয়েছে এই পর্বত শৃঙ্গ ছাড়াও হিমালয় পর্বতমালার রয়েছে আরো একটি পাহাড়। যে পাহাড়ের চূড়ায় আজও পৌঁছতে (Summit) পারেনি কোনো পর্বতারোহী। কিন্তু কেন? রয়েছে এক গোপন রহস্য।
জানা গেছে হিমালয় পর্বতমালার এমন একটি পাহাড় রয়েছে যার চূড়ায় আজও পৌঁছাতে (Summit) পারেনি কোনো পর্বতারোহী। কারণ সেই পাহাড়ের খাঁজে খাঁজে রয়েছে ভয়ানক রহস্য। এই পাহাড়ের যখনই উচ্চতা মাপা হয়েছে তখনই তার উচ্চতা বিভিন্ন মাপের এসেছে। তবে অনেকেরই অনুমান এই পাহাড়ের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুটের মতো। ফলে তাদের অনুমান অনুযায়ী এটি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ নয়।
সূত্র মারফতে জানা গিয়েছে, এই পাহাড়টি ভুটানে অবস্থিত। এই পাহাড়ের নাম হলো গাঙখার পুয়েনসাম (Gangkhar Puensam)। যা ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে পরিচিত। তবে এই পাহাড়ে কোনো পর্বতারোহী উঠতে পারেনি। এমনকি সেখানকার স্থানীয়রাও এই পাহাড়ে উঠতে পারেনি বলে জানা গিয়েছে। কিন্তু কেন?
এখানকার স্থানীয়দের মাধ্যমে জানা গিয়েছে এই পাহাড় থেকে মাঝেমধ্যেই ভেসে আসে ভয়ানক শব্দ। এছাড়াও, এই পাহাড় থেকে নানা ধরনের আলো দেখা গিয়েছে বলেও দাবি সেখানকার স্থানীয়দের। আবার অনেকের অনুমান এই পাহাড়ে রয়েছে ইয়েতিদের বসবাস। আবার কারো মতে জানা গিয়েছে তিব্বতের পাশে থাকা এই পাহাড়ে রয়েছে ঈশ্বরের বাস।
তবে অন্যদিকে অনেকে বিশ্বাস করেন এই পাহাড়ে রয়েছে অনেক পৌরাণিক প্রাণী। তবে এখনো পর্যন্ত এই পাহাড়ের রহস্য কেউ উন্মোচন করতে পারেনি। তবে ভুটানের মানুষদের কাছে এই পাহাড় পবিত্র স্থান হিসেবে পরিচিত। অর্থ রয়েছে এই পাহাড়ের নামের। জানা গিয়েছে এই পাহাড়ের নামের অর্থ হলো তিন আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়।