বাংলা সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের একসময় তাঁদের সম্পর্ক ছিল মুখ্য চর্চার বিষয়। ছোটবেলার বন্ধুত্ব থেকে তাদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ালেও একসময় ঘটে যায় বিচ্ছেদ। আর বিচ্ছেদের পর এই প্রথম সেই নিয়ে মুখ খুললেন দেবশ্রী।
১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রসেনজিৎ-দেবশ্রী। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র তিন বছরের মাথায় বিচ্ছেদ ঘটে যায় এই তারকা দম্পতির। তবে তাদের বিচ্ছেদ নিয়ে জলঘোলা হয়েছিল প্রচুর। আজও মাঝে মাঝে কানাঘুসো শোনা যায় তাদের অতীতের গুঞ্জন। দেবশ্রীর সাথে প্রথম বিয়ে ভেঙে যাবার পর প্রসেনজিৎ আবার বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম অপর্ণা গুহ ঠাকুরতা। তাদের এক কন্যা সন্তানও রয়েছে, তার নাম প্রেরণা।
যদিও এই সম্পর্কও টিকিয়ে রাখতে পারেননি প্রসেনজিৎ। ২০০২ সালে আবারও বিচ্ছেদ হয় প্রসেনজিৎ-এর। তারপর তিনি বিবাহ করেন অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জিকে। বর্তমানে তাকে নিয়ে এক সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন তিনি। তৃষানজিৎ নামে তাদের একটি ছেলেও আছে তাদের। অন্যদিকে প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর আর বিয়ে করেননি দেবশ্রী। বর্তমানে সিরিয়ালে অভিনয়, সারমেয়, সামাজিক কাজ কর্ম অথবা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন দেবশ্রী।
কয়েক মাস আগে প্রকাশ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, তিনি তার প্রথম স্ত্রী দেবশ্রীর সঙ্গে কথা বলে সকল ঝামেলা মিটমাট করে নিতে চান। এর মাঝে আবার গুঞ্জন উঠেছে যে, বুম্বাদা নাকি একসাথে ছবি করার প্রস্তাব পাঠিয়েছেন দেবশ্রীকে। এই বিষয়টি নিয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়- “যে নায়ককে সারা বাংলা ইন্ডাস্ট্রি বলে চেনে, তাঁর কাছ থেকে আপনার কাছে ছবি করার প্রস্তাব এসেছিল?’’ এর উত্তরে দেবশ্রী বলেন, ‘’শুরুতে শুধরে দিই, একটা মানুষ ইন্ডাস্ট্রি হতে পারে না। বাংলা ছবির ইন্ডাস্ট্রি সবাইকে নিয়ে। আমি অভিনেত্রী, ভালো কাজ করতে চাই। আমার সহশিল্পী কে হবেন তা নিয়ে মাথাব্যাথা নেই। দেখা যাক কী হয়, এখন কিছু বলতে পারব না”।
এরপর আবার দেবশ্রী বলেন, “ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বলি, ইন্ডাস্ট্রি একজনই ছিলেন উত্তম কুমার”। কিছুদিন আগেই কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিন মঞ্চে অনেক তারকা উপস্থিত থাকলেও ছিলেন না দেবশ্রী। এই প্রসঙ্গে কিছুদিন আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবশ্রী জানান, যোগ্য সম্মান না পাওয়ার জন্যই এখন আর ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হন না তিনি। তাই নিজের জগতেই ভালো থাকতে পছন্দ করেন তিনি।