নিজস্ব প্রতিবেদন : করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে ২১ দিনের জন্য জারি হয়েছে লকডাউন। যে লকডাউন আগামী ১৪ ই এপ্রিল শেষ হওয়ার কথা। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে এক্ষুনি লকডাউন শেষ হবেনা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও শনিবার প্রধানমন্ত্রীর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বেশিরভাগ মুখ্যমন্ত্রীই লকডাউন বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন। লকডাউন অবস্থায় সাধারণ মানুষের হাতে টাকা পয়সার টান পড়েছে, সেই টান মেটাতে উদ্যোগ নিয়েছে সরকারও। নানান প্রকল্প আনার পাশাপাশি EMI পিছিয়ে দেওয়া, ইন্সুরেন্স ইত্যাদির বৈধতা বাড়িয়ে দেওয়া ইত্যাদি নানান পদক্ষেপ নিয়েছে সরকার। আর একইভাবে ভারতীয় ডাকঘর (Post Office) তাদের গ্রাহকদের জন্য একটি সুখবর শোনালো।
লকডাউনের পরিস্থিতিতে ডাকঘরের (Post Office) বহু গ্রাহকরাই ২০১৯-২০ অর্থ বর্ষের স্মল সেভিংস স্কীমে (SSA) মিনিমাম অর্থ জমা করতে পারেন নি। আর এই মিনিমাম অর্থ জমা করতে না পারার জন্য অন্যান্য সময়ে পেনাল্টি গুনতে হয় গ্রাহকদের। তবে এ বছর যেহেতু ২৪শে মার্চ থেকে গেছে লকডাউন শুরু হয়েছে তাই কোনরকম পেনাল্টি চার্জ নেওয়া হবে না বলে জানা গিয়েছে।
এছাড়াও পোস্ট অফিসের (Post Office) তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ শে জুন পর্যন্ত পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), রেকারিং ডিপোজিট (RD) ও স্মল সেভিংস স্কিমে (SSA) টাকা জমা করতে না পারলেও কোনরকম পেনাল্টি নেওয়া হবে না। সাধারণ ক্ষেত্রে জেগুলিতে সঠিক সময়ে টাকা জমা করতে না পারলেই ফাইন বা পেনাল্টি লাগে। আসলে এই সকল পেনাল্টি না নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ডাকঘরের (Post Office) জন্য একটি সার্কুলার জারি করেছেন।
As per G.O.I. SB order no 14/2020 dtd 31/03/2020 "Subscribers of RD/PPF/SSA accounts may deposit the mandated due amount, if any of current F.Y (2019-20) & April-2020 (as the case may be) in their respective accounts till 30th June 2020 & no penalty/revival fee shall be charged."
— India Post (@IndiaPostOffice) April 10, 2020
৩১ শে মার্চ জারি করা সার্কুলারে জানানো হয়, যদি কোন গ্রাহক আরডি (RD), পিপিএফ (PPF) অথবা স্মল সেভিংস স্কীমে (SSA) টাকা জমা করতে না পারেন তাহলে তার ক্ষেত্রে যেন কোন রকম পেনাল্টি লাগু করা না হয়। ৩১ শে মার্চ জারি করা ওই সার্কুলার অনুযায়ী এই ছাড়পত্র দেওয়া হয়েছে ৩০ শে জুন পর্যন্ত। তবে লকডাউনের মেয়াদ বাড়লে এক্ষেত্রেও পেনাল্টিতে ছাড়পত্রের মেয়াদ বাড়ানো হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।