৩ মাস ব্যবহার না করলেও বাতিল নয় রেশন কার্ড, কড়া বার্তা কেন্দ্রের

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে রেশন কার্ড বাতিল হওয়া নিয়ে একটি খবর প্রচারিত হয়। যে খবরে বলা হয়, নতুন নিয়ম অনুসারে কোন ব্যক্তি টানা তিন মাস রেশন কার্ড ব্যবহার করে রেশন দোকান থেকে সামগ্রী না কিনলে সেই রেশন কার্ড বাতিল হয়ে যাবে। কিন্তু এই খবর পুরোটাই মিথ্যা বলে কড়া বার্তা দেওয়া হল কেন্দ্রের তরফ থেকে।

PIB এর তরফ থেকে সম্প্রতি টুইট করে জানানো হয়েছে, “কিছু সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে তিন মাস পর্যন্ত রেশন কার্ড ব্যবহার করে রেশন তোলা না হলে সেই কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি।”

অর্থাৎ তিন মাস টানা রেশন কার্ড ব্যবহার না করলে যে রেশন কার্ড বাতিল হয়ে যাওয়ার খবর ছড়িয়ে ছিল বা প্রচারিত হয়েছিল তা সর্বৈব মিথ্যা বলে দাবি করা হল কেন্দ্রের তরফ থেকে।

মূলত রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে একটি অত্যন্ত জরুরী নথি। এই রেশন কার্ডের মাধ্যমেই উপভোক্তারা স্বল্পমূল্যে খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন রেশন দোকান থেকে। পাশাপাশি রেশন কার্ড থাকার ফলেই দেশে লকডাউন চলাকালীন কোটি কোটি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন সরকারি প্রকল্পের আওতায়। এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দারা এখনো পর্যন্ত এই সুবিধা পাচ্ছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগামী বছর জুন মাস পর্যন্ত।