সূরাপ্রেমীদের জন্য সুখবর, থাকছে না বিধিনিষেধ, এই সময়ে মদ কেনা যাবে অনায়াসে

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে ইতিমধ্যেই লম্বা লম্বা লাফ দিতে শুরু করেছে করোনা। গত রবিবার রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজারের বেশি মানুষ। এমন পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে রাজ্য সরকার রবিবার একাধিক বিধিনিষেধ আরোপ করে। বিধি-নিষেধ আরোপ করার পাশাপাশি সরকারি একাধিক কর্মসূচি বাতিল হয়।

সরকারি এই সকল কর্মসূচি বাতিল হওয়ার তালিকায় রয়েছে দুয়ারে সরকার, স্টুডেন্ট সপ্তাহের উদযাপনের ক্ষেত্রে ইনডোর স্টেডিয়ামের সরকারি কর্মসূচি। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করার সঙ্গে সঙ্গেই ফের বন্ধ করে দেওয়া হয় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়।

এছাড়াও সেলুন, বিউটি পার্লার, স্পা, সুইমিং পুল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিস কাছারির ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীদের নিয়ে কাজ করা হবে। লোকাল ট্রেন সন্ধ্যে সাতটা পর্যন্ত পরিষেবা দেবে তা-ও ৫০% যাত্রীদের নিয়ে। তবে এই সকল বিধিনিষেধের মধ্যেই সূরাপ্রেমীদের জন্য সুখবর এটাই যে মদের দোকানের ক্ষেত্রে মদ কেনাবেচায় কোনরকম বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে তা সত্ত্বেও মেনে চলতে হবে নির্ধারিত সময়।

বিধিনিষেধ আরোপ হলেও মদের দোকান খোলা থাকবে নিজস্ব নিয়মে। রাজ্য সরকারের তরফ থেকে জারি করা বিধিনিষেধ অনুযায়ী বার রেস্তোরাঁ খোলা থাকবে রাত্রি দশটা পর্যন্ত। তবে মদের দোকান খোলা রাখা বা বন্ধ করার ক্ষেত্রে নির্দেশিকায় কিছু জানানো হয়নি। অন্যদিকে রাত্রি দশটা থেকে শুরু হচ্ছে নাইট কারফিউ। এমত অবস্থায় এই বিধি-নিষেধ লাগু থাকা পর্যন্ত সূরাপ্রেমীরা রাত্রি ১০ টার মধ্যে রাজ্যের যেকোনো মদের দোকান থেকে মদ কিনতে পারবেন।

তবে এই প্রসঙ্গে মনে রাখা জরুরী, আজ অর্থাৎ সোমবার থেকে যেহেতু রাত দশটা থেকে শুরু হচ্ছে নাইট কার্ফু, সেই কারণে সূরাপ্রেমীরা কোন পানশালায় বসে মদ খান অথবা মদের দোকান থেকে মদ কিনে আনুন না কেন, যা করার তা রাত্রি দশটার মধ্যে ব্যবস্থাপনা করে বাড়ি ফিরতে হবে। অন্যথায় নিয়ম লঙ্ঘন করার কারণে জরিমানার সম্মুখীন হতে পারেন।