Advertisements

নারদ কান্ডে স্বস্তি মিললো না ৪ হেভিওয়েটের, অন্যদিকে সিবিআইয়ের বিরুদ্ধে FIR চন্দ্রিমার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বুধবার গোটা রাজ্যের চোখ ছিল হাইকোর্টের দিকে। নারদ কাণ্ডে ধৃত ৪ হেভিওয়েট জামিন পাচ্ছেন নাকি পুনরায় জেল হেফাজত তার দিকেই তাকিয়ে ছিলেন সকলেই। তবে বুধবারও নারদ কান্ডে ধৃত এই চার হেভিওয়েটের স্বস্তি মিললো না। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আজ শুনানির সময় শেষ হয়ে যাওয়ায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার পুনরায় দুপুর দুটোই শুনানি শুরু হবে। আর এর আগে পর্যন্ত ধৃতদের থাকতে হবে জেল হেফাজতেই।

Advertisements

Advertisements

অন্যদিকে এই চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সিবিআই এর বিরুদ্ধে গড়িয়াহাট থানায় একটি এফআইআর দায়ের করেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার বিরুদ্ধে ১৬৬, ১৬৬এ, ১৮৮ এবং ৩৪ ধারা ছাড়াও মহামারী আইনের ৫১ (বি) ধারা প্রয়োগ করা হয়েছে। মূলত করোনাকালে কোনরকম নোটিশ ছাড়া নেতাদের বাড়িতে ঢুকে বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisements

জানা গিয়েছে, যেদিন অর্থাৎ সোমবার এই চার হেভিওয়েটকে গ্রেফতার করার পরই চন্দ্রিমা ভট্টাচার্য লালবাজারে এই অভিযোগ করেন। আর সেই মামলাটি বুধবার গড়িয়াহাট থানায় স্থানান্তরিত করা হয়।

[aaroporuntag]
প্রসঙ্গত, সোমবার ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি গ্রেফতার হওয়ার পর সন্ধ্যাবেলায় ব্যাঙ্কশাল আদালতে তাদের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। পরে এই জামিনের বিরুদ্ধে সিবিআই উচ্চ আদালত কলকাতা হাইকোর্টে যায়। সেখানে নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হয় এবং পরবর্তী শুনানি হিসেবে বুধবার ধার্য করা হয়। বুধবার প্রায় আড়াই ঘন্টা এই মামলার শুনানি চলার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ফের বৃহস্পতিবার শুনানির দিন ঘোষণা করেন।

Advertisements