এখনই রাজ্যে কোনো স্কুল খুলবে না, সাফ জানালেন পার্থ চট্টোপাধ্যায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আনলক পর্যায়ের চতুর্থ ধাপে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তাতে জানানো হয়েছিল যে আগামী ২১শে সেপ্টেম্বর থেকে অভিভাবকদের সম্মতিক্রমে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে যেতে পারবেন। কিন্তু এই নির্দেশিকা পশ্চিমবঙ্গে জারি হবে না তা সাফ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

Advertisements

Advertisements

পার্থ চট্টোপাধ্যায় এদিন বেহালার এক অনুষ্ঠানে জানিয়েছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল খোলার কথা ভাবা হবে না। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সব স্কুলই বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল খোলার বিষয়ে ভাবা হবে।

Advertisements

এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এটাও জানান যে, করোনাই আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা অনেক সিনিয়র। কিন্তু স্কুল পড়ুয়ারা? করোনা মোকাবিলার জন্য যে গ্লোবাল অ্যাডভাইজারি বোর্ড গঠন করা হয়েছে তার সদস্যরা যথেষ্ট শঙ্কিত। আর এই পরিস্থিতিতে পড়াশোনা কিভাবে পড়ানো যায়, ছাত্র-ছাত্রীদের কাছে কিভাবে পৌঁছানো যায় সেটা আমাদের দেখা দরকার। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে। এরপর পুনর্বিবেচনা করে দেখা হবে।

অর্থাৎ সেপ্টেম্বর মাসে কেন্দ্র সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল তার পরে রাজ্যের অজস্র অভিভাবকরা নিজেদের সন্তানদের স্কুলে পাঠানোর নিয়ে দোলাচলে ভুগছিলেন। যদিও শিক্ষামন্ত্রী এদিনের ঘোষণায় স্পষ্ট হয়ে গেল যে আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে কোন স্কুল খুলবে না। তবে অক্টোবর মাসেও রাজ্যের স্কুলগুলি খুলবে, নাকি বন্ধ থাকবে তা এখনই নিশ্চিত ভাবে কিছু জানাননি শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisements