‘দু’পয়সা দাম নাই’, বিজেপির রথযাত্রা ও কেন্দ্রীয় নেতাদের প্রসঙ্গে অনুব্রত মণ্ডল

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : দিন দুয়েক আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিজেপির রথযাত্রা প্রসঙ্গে বলেছিলেন, ‘ওরা ওই দিন নাচবে আর তারপর আমার খেলা দেখাবো’। তবে সোমবার দুবরাজপুরে এই রথযাত্রা এবং বীরভূমে বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের আগমনের ঘটনাকে কটাক্ষ করে বলেন, ‘দু’পয়সা দাম নাই’।

Advertisements

সোমবার অনুব্রত মণ্ডল দলীয় কর্মীদের সাথে বিধানসভা নির্বাচনের আগে আলোচনা করতে দুবরাজপুরে পৌঁছান। সেখানে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হলে তাকে প্রশ্ন করা হয়, ‘আগামীকাল থেকে পরিবর্তন বা রথযাত্রা শুরু করছে বিজেপি’। এই প্রশ্ন শুনে তিনি বলেন, ‘আমার কি বয়ে গেল? কে কোথা রথ নিয়ে যাবে। কে কোথায়…….।’

Advertisements

এরপর এই প্রশ্ন ওঠে বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের বীরভূমে আগমন নিয়ে। সেই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল জানান, ‘কিছু বলবো না। বলে লাভ কি। দু’পয়সা দাম নাই।’ প্রশ্ন ওঠে বিজেপির রথযাত্রার পর তৃণমূলের তরফ থেকে পাল্টা কি কিছু করা হবে? অনুব্রত মণ্ডল বলেন, ‘ধুর।’

Advertisements

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত গড়কে নজরে রেখে আগামীকাল রাঢ়বঙ্গের শুরু হচ্ছে বিজেপির পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা শুরু হবে তারাপীঠ থেকে। আর এর পরেই টানা দিন কয়েকের মধ্যে বীরভূমে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এছাড়াও রাজ্য স্তরের বিজেপি নেতা যেমন শুভেন্দু অধিকারী, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, দিলীপ ঘোষ সহ অন্যান্যদের আগমন ঘটছে। আর এই সব কর্মসূচির নিরিখে সরগরম হয়ে উঠেছে বীরভূমের রাজনীতি।

Advertisements