বাংলাএক্সপি ডেস্কঃ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সবার আগে যেকোনো দেশের নাগরিকদের যা প্রয়োজন হল তা হল পাসপোর্ট (Passport)। পাসপোর্টের পাশাপাশি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য প্রয়োজন হয় ভিসা (Visa)। তবে আবার ভিসা ছাড়াও অনেক দেশের অনুমতি সাপেক্ষে ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন জরুরী কাজে যেতে পারেন এক দেশের নাগরিকরা অন্য দেশে। ঠিক সেই রকমই এবার ৩৫টি দেশকে বিনা ভিসায় (Visa Free Access) প্রবেশের অনুমতি দিল ভারতের এক প্রতিবেশী দেশ। আর সেই তালিকায় রয়েছে ভারতও।
ভারতীয় বহু নাগরিকরা রয়েছেন যারা বছরের বিভিন্ন সময় ভারতের প্রতিবেশী দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কা (Sri Lanka) ঘুরতে যান। ঘুরতে যাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য এবং বিভিন্ন কাজের ক্ষেত্রেও অনেকেই ভারতের মূল ভূখণ্ড থেকে সামান্য কয়েক কিলোমিটার দূরে থাকা শ্রীলঙ্কায় যাওয়া আসা করেন। এবার এই সকল প্রত্যেক বিদেশ ভ্রমণকারীদের জন্য শ্রীলঙ্কা সরকার সুখবর দিল।
শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে ৩৫ টি দেশের নাগরিকদের বিনা ভিসায় শ্রীলঙ্কা প্রবেশের অনুমতি দিয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রিসভা সম্প্রীতি এমন অনুমতি দিয়েছে এবং এই নতুন নিয়ম কার্যকর হবে ১ অক্টোবর থেকে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর ৬ মাসের জন্য তা বহাল রাখার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। এই অনুমোদনের পরিপ্রেক্ষিতে যারা শ্রীলংকা ঘুরতে আসছেন তাদের ভিসার জন্য খরচ করতে হবে না।
শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে যে সকল দেশকে এমন অনুমতি দিয়েছে তার মধ্যে যেমন রয়েছে ভারত, ঠিক সেই রকমই আবার রয়েছে আমেরিকা, ব্রিটেনের মতো দেশ। এছাড়াও রয়েছে চীন, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, স্পেন, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, পোল্যান্ড, কাজাকস্থান, সৌদি আরব, ইউএই, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপান, ফ্রান্স, কানাডা, ইটালি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও থাইল্যান্ডের মত দেশগুলি। এই সকল দেশের যেকোনো নাগরিকদের এবার শ্রীলংকা ভ্রমণের জন্য অক্টোবর মাস থেকে আগামী ৬ মাস কোন ভিসা লাগবে না।
শ্রীলঙ্কা এমন একটি দেশ যার অর্থনীতির মূল উৎস হলো পর্যটন শিল্প। যে কারণে এই দেশের সরকার চাইছে তাদের দেশে আরও প্রচুর পরিমাণে পর্যটকদের আগমন হোক। কেননা পর্যটকদের আগমন বৃদ্ধি পেলে তাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরো চাঙ্গা হবে। যে কারণেই বিদেশি পর্যটকদের তাদের দেশে ভ্রমণের ক্ষেত্রে উদ্বুদ্ধ করার জন্যই এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে।