নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ কমলেও নতুন করে এর গ্রাফ আবার বাড়তে শুরু করেছে। আর ঠিক এই পরিস্থিতিতে রয়েছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। আর এই পাঁচ রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। যে কারণে এই নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন ভোট দেওয়ার ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ে নয়া নিয়ম জারি করলো।
শরীরের তাপমাত্রা কত হলে ভোট দিতে পারবেন না?
রাজ্য নির্বাচনী আধিকারিক সূত্রে জানা গিয়েছে, কোন ভোটারের শরীরের তাপমাত্রা যদি ১০০.৪ ডিগ্রির বেশি হয়ে থাকে তাহলে তিনি বুথে প্রবেশ করতে পারবেন না। অর্থাৎ এই নিয়ম অনুযায়ী কোন ভোটারের শরীরের তাপমাত্রা ১০০.৪ ডিগ্রির বেশি হয়ে থাকলে তিনি সেই মুহূর্তে বুথে ঢুকে ভোট দিতে পারবেন না।
এই সকল ভোটারদের কি করতে হবে?
[aaroporuntag]
শরীরে ১০০.৪ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকলে সাধারণ সময় বুথে ঢুকতে পারবেন না, তবে ওই ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত হবেন না। তাদের জন্য কমিশনের তরফ থেকে একটি সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিকাল পাঁচটা থেকে ছয়টা। শরীরের তাপমাত্রা কমলে ওই সময় তারা ভোট দিতে পারবেন। আর এই সকল ভোটারদের জন্য আলাদা করে টোকেনের ব্যবস্থা করবে নির্বাচন কমিশন।