নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গে যে সকল পর্যটন কেন্দ্র রয়েছে সেই সকল পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হলো পুরুলিয়া (Purulia)। গ্রীষ্মকালে পশ্চিমের এই জেলায় পর্যটন শিল্প বাধা প্রাপ্ত হলেও দুর্গাপুজোর পর থেকেই পুরো শীতের মরশুম পর্যন্ত জমজমাট থাকে পুরুলিয়া। অযোধ্যা পাহাড় সহ বিভিন্ন জায়গার টানে হাজার হাজার, লক্ষ লক্ষ পর্যটকরা পুরুলিয়ায় ছুটে আসেন।
পুরুলিয়ার প্রতি পর্যটকদের এমন টানের কথা মাথায় রেখে হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে অন্যান্য ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা পুরুলিয়াকে পর্যটন ক্ষেত্রের অন্যতম জায়গা বলেই গণ্য করে থাকেন। আর এই পুরুলিয়া নিয়েই এবার রাজ্য সরকারের এমন এক উদ্যোগ দেখা গেল, যাতে করে আর পুরুলিয়া গিয়ে থাকার চিন্তা করতে হবে না।
আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে পুরুলিয়ায় ইকো স্টে-র দিকে জোর দেওয়া হচ্ছে। ইকো স্টে আসলে হোমস্টে (Purulia HomeStay), তবে ইকো স্টে-তে থাকার জন্য পর্যটকদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, যে সকল নিয়মের কারণে পরিবেশের কোন ক্ষতি করে না। যেমন এই ধরনের থাকার জায়গায় পলিথিন ব্যবহার করা যায় না।
আরও পড়ুন ? Marble Lake: ঘুরে আসুন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, রয়েছে হাতের কাছে পুরুলিয়াতেই
পুরুলিয়া জেলার পর্যটন শিল্পের রমরমা বাজার দেখে ইতিমধ্যেই ৩০টি হোম স্টেকে সরকারিভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি রাজ্য সরকারের উদ্যোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন আরও হোমস্টে বৃদ্ধি করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে। জেলায় হোমস্টের সংখ্যা বৃদ্ধি পেলে একদিকে যেমন পর্যটকদের রাত কাটানোর জন্য হোটেল নিয়ে টানাটানি করতে হবে না, ঠিক সেই রকমই আবার প্রতিযোগিতা বৃদ্ধি পেলে পর্যটকদের খরচও অনেকটাই কমে যাবে।
এছাড়াও হোমস্টে এমন একটি থাকার জায়গা যেখানে হোটেলে থাকার থেকে একেবারেই আলাদা। হোমস্টেতে অনেকটা ঘরোয়া ভাবেই থাকতে পারেন পর্যটকরা। পাশাপাশি ইদানিংকালে পর্যটকদের হোটেল ছেড়ে হোমস্টেতে থাকার প্রবণতা বেড়ে চলেছে। এসবের পরিপ্রেক্ষিতেই পুরুলিয়া জেলায় হোমস্টের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করেছে এবং প্রশাসনিকভাবে আরও বৃদ্ধি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর এসবের ফলে কমে যাবে পর্যটকদের রাত কাটানো নিয়ে দুশ্চিন্তা, হয়রানি।