Kolkata Metro: আগামী বছরই চালু হতে চলেছে নোয়াপাড়া-বিমানবন্দর ও শিয়ালদহ-এসপ্ল্যানেড রুট

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kolkata Metro: সম্প্রতি কলকাতাবাসীর জন্য সুখবর নিয়ে এসেছে মেট্রো কর্তৃপক্ষ। আগামী বছরই চালু হয়ে যাবে কলকাতা মেট্রোর নয়া রুট। কারণ ইতিমধ্যেই প্রায় শেষের দিকে মেট্রো রেলের ইয়েলো লাইনের কাজ। সাত কিলোমিটার দীর্ঘ এই রুট। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার রুট। এই ইয়োলো লাইনের সবকটি স্টেশনের কাজ প্রায় শেষের পথে। তাই আগামী বছরই শুরু হয়ে যাবে এমনটাই আশা করা যাচ্ছে।

Advertisements

চলতি মাসের শুরু হয়ে যাচ্ছে নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোহর রোড এবং জয় হিন্দ স্টেশনের মধ্যে ট্রায়াল রান। ২০২৫–এর মার্চেই এই পথে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহণ শুরু হবে বলে জানাচ্ছেন কলকাতা মেট্রোর কর্তারা। যাতায়াতের দিক থেকে নিত্যযাত্রীদের অনেকটাই সুবিধা হবে এই নতুন রুট (Kolkata Metro) চালু হওয়ার পর।

Advertisements

আরো পড়ুন: শীঘ্রই চালু হচ্ছে সিউড়ির রেল সেতু, অপেক্ষার অবসান আগামী বছরেই

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর মেট্রো স্টেশনের সিঁড়ি তৈরির কাজ প্রায় শেষের পথে। এর মধ্যে শেষ হয়ে গেছে ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মের মেঝে তৈরির কাজ। ট্রাভেলেটর বসানোর কাজ শুরু হবে ডিসেম্বর পড়লেই। পাশাপাশি শুরু হতে চলেছে ২৫০টি ফায়ার ডোর ইনস্টলেশনের কাজও। নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট এবং যশোহর রোড স্টেশন তিনটি নির্মাণের সব রকম কাজ অনেক আগেই শেষ হয়েছিল। রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে শেষ করা হচ্ছে বিমানবন্দর স্টেশন (Kolkata Metro) তৈরির কাজ।

Advertisements

আরো পড়ুন: দ্বিতীয় হুগলী সেতুর ভালো নাম জানে না অনেকেই, আপনিও কি আছেন সেই তালিকায়

যারা শিয়ালদহ হাওড়ার যাত্রী অর্থাৎ মেট্রো রেলের গ্রিন রুটের (Kolkata Metro) যাত্রী তাদের জন্য কিন্তু রয়েছে দুর্দান্ত সুখবর। আশা করা হচ্ছে নতুন বছর তাদের জন্য ভালো খবর আনবে এবং জুড়ে যেতে পারে শিয়ালদহ-এসপ্ল্যানেড সুড়ঙ্গ। বর্তমানে হাও়়ড়া ময়দান থেকে এসপ্ল্যানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চলে। এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মাঝখানের মেট্রো কাজ আটকে ছিল নানারকম আইনি জটিলতার জন্য। সেই সমস্যাও মিটে যাবে আগামী বছরের মধ্যেই।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রোর যে অংশ মাটির নিচ দিয়ে যাবে সেখানে দু’টি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ সেক্টর ফাইভমুখী সুড়ঙ্গের কাজ বহুদিন আগেই শেষ হয়ে গেছে। এমনকি সেখানে লাইন পাতার কাজ পর্যন্ত হয়ে গেছে। কিন্তু পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময় বিপত্তি দেখা গেছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বৌবাজারের কাছে। যন্ত্রের মাধ্যমে ২০১৯ সালে যখন সুরঙ্গের মাটি কাটার কাজ হচ্ছিল সেই সময় ধস নামে বৌবাজার এলাকায়। সেই কারণে ওই সুরঙ্গের কাজ একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। নির্মীয়মাণ ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য ৪০ মিটার। কিন্তু বর্তমানে সেই কাজও প্রায় শেষের পথে।

Advertisements