নোবেলজয়ী অভিজিৎ বাবু তিন বছর কাজ করেছেন বীরভূমের প্রত্যন্ত এলাকায়

নিজস্ব প্রতিবেদন : অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও এক বাঙ্গালির নোবেল প্রাপ্তি, অর্থনীতিতে দ্বিতীয় বাঙালি হিসেবে অমর্ত্য সেনের পরই নোবেল জয় তাঁর। আর এই সদ্য নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রত্যন্ত গ্রামগুলিতে এসে তিন বছরের বিভিন্ন সময়ে কাজ করে গিয়েছেন।

দারিদ্র দূরীকরণ নিয়ে গবেষণা করে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সদ্য সস্ত্রীক নোবেল পেয়েছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে বীরভূমের ইলামবাজার, লাভপুর ও সাঁইথিয়ার মত প্রত্যন্ত এলাকায় সমীক্ষা চালিয়েছেন। সেসময় সমীক্ষা চালানোর কাজ করেছিল তার নেতৃত্বে এমআইটি। তিনি এই সমীক্ষা চালিয়ে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরীর স্বেচ্ছাসেবী সংস্থা লিভার ফাউন্ডেশনের জন্য।

এই সমীক্ষা চলাকালীন ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে বেশ কয়েকবার তাকে দেখাও গিয়েছিল সিউড়িতে। সেসময় রামকৃষ্ণ সভাগৃহে স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশিক্ষণ দিতেন চিকিৎসক শৈবাল মজুমদার। সেই প্রশিক্ষণ শিবিরে চুপচাপ ছাত্রদের সাথে মনোযোগ সহকারে শুনবেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। যদিও এই নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বীরভূম তথা সিউড়িতে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালে।