Nokia 7610 5G smartphone is coming soon with great features: সারা বিশ্ব বরাবর অপেক্ষা করে থাকে Nokia র তাক লাগানো স্মার্টফোন দেখার জন্য। যা বিশ্ববাজারে রীতিমতো ঝড় তুলেছে। ব্র্যান্ডটির কামব্যাক কিন্তু সংস্থার জন্য যথেষ্টই লাভজনক। কারণ সংস্থার নয়া চমক বিক্রিবাট্টায় ফের জোয়ার আনল। জানেন কি বর্তমানে Nokia-র স্মার্টফোন তৈরি করে HMD Global নামের আর একটি সংস্থা। কোম্পানিটি ফের একটি আশ্চর্যজনক স্মার্ট ফোন মার্কেটে আনছে। Nokia ব্র্যান্ডিংয়ে এই চিত্তাকর্ষক ফোন (Nokia 7610 5G) গ্রাহকদের নজর কাড়বে সহজে। যার নাম Nokia 7610 5G। দেশের অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে রীতিমতো আলোরন সৃষ্টি করবে Nokia। বেশ কয়েক মাস ধরে এই ফোনটি নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। তাহলে জেনে নিতে হবে এমন কি আছে এই নয়া স্মার্টফোনে, কত দাম হতে পারে নোকিয়ার এই নতুন চমকের, আপনার সব প্রশ্নের সঠিক উত্তর পাবেন এই প্রতিবেদনে।
আসুন জেনে নিই কি কি অত্যাধুনিক ফিচার আছে এই ফোনে? Nokia 7610 5G হ্যান্ডসেটে 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই কারণে গেমারদের মধ্যে এই ফোন কেনার একটা চাহিদা থাকবে। কিছু মানুষ আবার ঘনঘন ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ়, সিনেমা বা ওরিজিনালস দেখে থাকেন, তাদের জন্য এই ফোনটি (Nokia 7610 5G)হচ্ছে সবথেকে সেরা অপশন। ফোনটির ব্যাটারি ক্ষমতা অবাক করবে আপনাকে। এতে দেওয়া হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটি 4500mAh ব্যাটারি। শক্তিশালী এই ব্যাটারির ফলে দীর্ঘ সময় চার্জ ধরে রাখতে পারবে নোকিয়ার এই ফোন। ফলে আপনি যতই সিনেমা বা সিরিজ় দেখুন না কেন, ব্যাটারি ব্যাকআপ আপনাকে সমস্যায় ফেলবে না।
ফোনটির (Nokia 7610 5G) আরো একটি মজাদার বিষয় হলো, এতে পারফরম্যান্সের জন্য দেওয়া হচ্ছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Plus Generation 2 প্রসেসর। এই ধরনের চিপসেট দেওয়ার ফলে ফোনটি যেমন দুর্দান্ত পারফর্ম করবে, তেমনই আবার মাল্টিটাস্কিংয়ের কাজ করতে আপনার সুবিধা হবে অনেকটাই।
আপনার কি ফটোগ্রাফির প্রতি আকর্ষণ আছে? তাহলে চোখ বন্ধ করে আজই কিনে আনুন নোকিয়ার এই নয়া চমক (Nokia 7610 5G)। এই ফোন থেকেই সবধরনের ফটোগ্রাফির কাজ আপনি সহজেই করতে পারবেন। ফোনটিতে মূল ক্যামেরা হিসেবে 108MP সেন্সর দেওয়া হচ্ছে। এছাড়াও থাকছে একটি সেকেন্ডারি সেন্সরও, যেটিকে আপনি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল হিসেবেও কাজে লাগাতে পারেন। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই NOKIA হ্যান্ডসেটে দেওয়া হচ্ছে 32MP ফ্রন্ট ফেসিং সেন্সর।
আপনার জেনে রাখা দরকার যে, Nokia 7610 5G ফোনটি ভারতে লঞ্চ হতে পারে দুটি ভ্যারিয়েন্টে। আন্দাজ করা যাচ্ছে যে, হাই-এন্ড ভ্যারিয়েন্টটি 12GB RAM এবং 256GB স্টোরেজ ভার্সনের। তবে নোকিয়ার এই স্মার্টফোনের দেশের বাজারে দাম হতে পারে ৫৬,০০০ টাকা। ফোনটিকে দামের দিক থেকে বিচার করলে প্রিমিয়াম সেগমেন্টেই হাজির হতে পারে। জেনে আশ্চর্য হবেন যে এই ধরনের ফোন নোকিয়া আগে আনেনি। সেক্ষেত্রে এই ফোন অন্যান্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড মোবাইলের জন্যও বিপদ ডেকে আনতে পারে।