স্ট্র্যাটেজি বদলে বাজারে ফিরছে Nokia, বদলে গেল আইকনও

Antara Nag

Published on:

বিশ্বের মোবাইল বাজারে একাধিপত্য হারিয়েছে আগেই। স্যামসাং ছাড়াও চিনা ফোনের দাপটে তলানিতে এসে ঠেকেছে জনপ্রিয়তা। এবার হৃতগৌরব ফিরে পেতে নতুন উদ্যোগ নিল নোকিয়া (NOKIA)। ৬০ বছর পর বদলে ফেলা হল কোম্পানির লোগো।

স্মার্টফোন আসার আগে মোবাইলের দুনিয়া কার্যত শাসন করত নোকিয়া (NOKIA)। তবে অ্যান্ড্রয়েড এসে সেই রাজত্ব ছিনিয়ে নেয় নোকিয়ার হাত থেকে। উইনডোজ ফোন এনেও বাজারে টিকে থাকতে পারেনি সংস্থাটি। একটা সময় বাজার থেকে উধাওই হয়ে যায় সংস্থাটি। পরে এইচএমডি গ্লোবালের হাত ধরে ফের কামব্যাক করে সংস্থাটি। কি-প্যাড-যুক্ত ফিচার্স ফোনের সঙ্গেই অ্যান্ড্রয়েড ফোনের হাত ধরে মার্কেট ধরার চেষ্টা করছে ব্র্যান্ডটি। তবে সেই ৬০ বছরের সেই নস্টালজিয়ায় এবার ছেদ পড়ল।

নতুন নোকিয়া (NOKIA) লোগোতে পাঁচটি ভিন্ন আকৃতি রয়েছে। যা থেকে “NOKIA” শব্দটি গঠিত হয়েছে। আগে কোম্পানির লোগোতে শুধু নীল বোল্ড ও জেনেরিক লেটার ছিল। কিন্তু এখন ব্যবহারকারীরা লোগোতে রঙিন আরও চাকচিক্য দেখতে পাবেন। মূলত, কোম্পানি যে নতুন কিছু করতে যাচ্ছে, তা বোঝাতেই এই নতুন লোগো বলে মনে করছে টেক ব্লগাররা।

নব্বই দশক বা ওই সময়কার যে কোনও মানুষেরই বোধহয় আজও কানে বাজে নোকিয়ার সেই আইকনিক টিউন। তার সঙ্গে মোবাইল অন করতেই মিলে যাওয়া দুই হাত। যার উপরে লেখা থাকত ‘কানেক্টিং পিপল’। তবে এত বছরের সেই পরম্পরাই এবার বদলে ফেলল নোকিয়া (NOKIA)। রবিবার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2023)-র মঞ্চে সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে তাদের নতুন লোগোর কথা।

আগে নীল রঙের যে লোগোটি ব্যবহার করত নোকিয়া, তা এবার সরিয়ে নেওয়া হয়েছে সংস্থার তরফে। নতুন লোগোটিতে দেখা যাচ্ছে, পাঁচটি আলাদা আলাদা আকার মিলে তৈরি হচ্ছে নোকিয়া শব্দটি। নোকিয়ার চিফ এগজিকিউটিভ পেক্কা লান্ডমার্ক জানিয়েছেন, এখন নোকিয়া একটি বিজনেস টেকনোলজি সংস্থা। আর সেই নতুন ধারণাকে ছড়িয়ে দিতেই নতুন লোগোর ব্যবহার।