বাজার কাঁপাতে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন, যেমন লুক তেমন ফিচার

Antara Nag

Published on:

Advertisements

একসময় নোকিয়া (Nokia) ভারতের বাজারে (Indian Market) রাজ করেছিল। তারপর দীর্ঘদিন বাজারে দেখা যায়নি নোকিয়ার কোনো ফোন। এক ধাক্কায় নোকিয়ার জায়গা দখল করে নিয়েছিল অন্যান সকল স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি। তবে এবার নোকিয়া ভারতীয় বাজারে স্মার্টফোন নিয়ে ফিরতে চলেছে। এবার নোকিয়া ভারতীয় বাজারে ৫জি স্মার্টফোন লঞ্চ (Nokia New 5G Smartphone Launch In India) করতে চলেছে।

Advertisements

সম্প্রতি মোবাইল নির্মাণকারী সংস্থা নোকিয়া ভারতীয় বাজারে তাদের নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির নাম নোকিয়া ম্যাজিক মাক্স ৫জি (Nokia Magic Max 5G)। এই মধ্যে দিয়েই নোকিয়া আবার ভারতীয় বাজার দখল করতে চাইছে। ফোনটির দাম বাজেটের মধ্যেই। আগামী জুলাই মাসে ফোনটি বাজারে লঞ্চ করবে আশা করা যায়। অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে নোকিয়া।

Advertisements

এই ফোনে দেওয়া হচ্ছে একটি ৬.৯ ইঞ্চির সুপার AMOLED ফুল টাচস্ক্রিন ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ Hz। কর্নিং গোরিলা গ্লাস ৭ দ্বারা সুরক্ষিত থাকবে এই ডিসপ্লে। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি স্ন্যাপড্রাগন ৮ Gen ২ প্রসেসরের সাহায্যে। সফটওয়্যার হিসেবে ফোনটিতে Android ১৩। ৮ GB, ১২ GB এবং ১৬ GB পর্যন্ত RAM ও ২৫৬ GB বা ৫১২ GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের বিকল্পে পাওয়া যাবে এই নতুন ফোনটি।

Advertisements

ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ দেওয়া হচ্ছে ফোনটিতে, যার প্রাইমারি সেন্সর ১৪৪ MP। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে ১৬ MP + ৫ MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য Nokia Magic Max-এ একটি ৬৪ MP ফ্রন্ট ফেসিং সেন্সর থাকছে। ডুয়াল সিম সাপোর্টেড এই ফোনে অত্যন্ত শক্তিশালী একটি ৬৫০০ mAh ব্যাটারি দেওয়া হচ্ছে।

এই নোকিয়া ম্যাজিক ম্যাক্স ফোনের দাম হবে ৪০ হাজার টাকার মধ্যেই। একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে এই ফোনটি ভারতের বাজারে ৪৪,৯০০ টাকায় লঞ্চ করা হতে পারে। ফোন টি ভারতীয় বাজারে কবে আসবে সেটা সঠিক ভাবে জানা না গেলেও ২০২৩ সালের ২৮ শে এপ্রিল Nokia Magic Max বাজারে আসতে পারে বলে অনেকে মনে করছেন। আবার আর এক পক্ষের দাবি ফোনটি নাকি ১৮ ই নভেম্বর, ২০২৩ -এ লঞ্চ করা হবে। তবে নতুন এই মডেলটি বাজারে আসার পর নোকিয়ার ভাগ্য বদলাতে পারে কিনা সেটা এখন সময়ের অপেক্ষা।

Advertisements