অপেক্ষার দিন শেষ, এবার এই দিন চালু হচ্ছে নন এসি গরিবদের বন্দে ভারত!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রায় ১ কোটি মানুষ প্রতিদিন রেল পরিষেবার ওপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। ভারতীয় রেলের (Indian Railways) এমন ব্যাপক চাহিদার কথা মাথায় রেখেই রেল পরিষেবা হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। দেশের এই বিপুলসংখ্যক মানুষের নির্ভরশীলতার কথা মাথায় রেখে রেলের তরফ থেকেও নতুন নতুন পরিষেবা প্রদান করা হচ্ছে যাত্রীদের।

Advertisements

রেলের তরফ থেকে দেশের মানুষকে নতুন নতুন পরিষেবা প্রদান করতে গিয়ে লঞ্চ করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) মত প্রিমিয়াম ট্রেন। তবে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি যাতায়াত করে সেগুলির খরচ অন্যান্য সাধারণ ট্রেনের তুলনায় কয়েক গুণ বেশি। এত বেশি টাকা দিয়ে এই সকল ট্রেনের চড়ার স্বপ্নও দেখেন না দেশের নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা। তবে তাদের শখ এবার পূরণ হতে চলেছে নন এসি বন্দে ভারতের দৌলতে।

Advertisements

নন এসি বন্দে ভারত ট্রেনকে সাধারণ ভাষায় পুশ পুল ট্রেন বলা হচ্ছে। এই ধরনের ট্রেনে সামনে এবং পিছনে দুটি লোকোমোটিভ থাকে। যার ফলে ট্রেন দ্রুত গতিতে ছুটতে সক্ষম এবং অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়াও এই ট্রেনের আরও একটি বড় সুবিধা হল, দুটি ইঞ্জিন দুদিকে থাকার কারণে স্টেশনেও কম সময় লাগে। এই নন এসি বন্দে ভারতে আধুনিক সব সুবিধা থাকবে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।

Advertisements

নতুন এই যে ট্রেনের উদ্বোধন হতে চলেছে তাতে ২২ টি কোচ থাকবে বলে জানা যাচ্ছে। যার মধ্যে ১২টি থাকবে স্লিপার এবং ৮টি অসংরক্ষিত। দুটি থাকবে লাগেজ ভ্যান। এতে মোট ১৮৩৪টি বার্থ এবং আসন থাকবে। আগামী ২৩ অক্টোবর প্রথম এই ট্রেন চালু হবে বলে জানা যাচ্ছে এবং দ্বিতীয় একটি ট্রেন ৩০ অক্টোবর চালু হবে বলে সূত্রের খবর।

নন এসি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঝাঁকুনি মুক্ত সফর, সিসিটিভি নজরদারি, যাত্রী তথ্য প্রদান, ইলেকট্রনিক গন্তব্য বোর্ড, প্রতিটি আসনে মোবাইল চার্জিং পয়েন্ট, চাপযুক্ত ফ্লাসিং সিস্টেম সহ টয়লেট ইত্যাদি নানান ধরনের ব্যবস্থা থাকবে। এই সকল প্রতিটি ব্যবস্থা আধুনিক থেকে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি।

Advertisements