আরও বাড়লো, রইলো আপনার জেলায় সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আগস্ট মাসের শুরুতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দামে কোনো পরিবর্তন আনা না হলেও মাঝ মাসে অর্থাৎ ১৭ আগস্ট সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়ানো হয়েছিল। আর সেপ্টেম্বর মাসের শুরুতেই পুনরায় সেই দাম আরও বৃদ্ধি করা হলো। মাত্র ১৫ দিনের মধ্যে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম আরও ২৫ টাকা বাড়ানো হলো। অর্থাৎ ১৫ দিনেই দাম বাড়লো ৫০ টাকা।

Advertisements

Advertisements

প্রতিনিয়ত এই ভাবে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মধ্যবিত্ত পরিবারগুলির নাভিশ্বাস অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। অন্যদিকে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছে না সরকারি ভর্তুকি। এমত অবস্থায় বর্তমানে সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে তাতে ভর্তুকি বাদ দিলেও জেলা অনুযায়ী গ্রাহকদের পকেট থেকে খসবে অন্ততপক্ষে ৯০০ টাকা থেকে ১০০০ টাকা বা তার এদিক ওদিক।

Advertisements

আপনার জেলায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম

বাঁকুড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৩ টাকা।

বীরভূমে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৪ টাকা।

আলিপুরদুয়ারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।

কোচবিহারে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮৩ টাকা।

দক্ষিণ দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮৩ টাকা।

দার্জিলিংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।

হুগলিতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৪ টাকা।

হাওড়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১২.৫০ টাকা।

জলপাইগুড়িতে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৩৮ টাকা।

ঝাড়গ্রামে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১২.৫০ টাকা।

কালিম্পংয়ে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ১০৪০.৫০ টাকা।

কলকাতায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা।

মালদায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮২ টাকা।

মুর্শিদাবাদে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৮.৫০ টাকা।

নদীয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১.৫০ টাকা।

উত্তর ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা।

পশ্চিম বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৪.৫০ টাকা।

পশ্চিম মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯০৩.৫০ টাকা।

পূর্ব বর্ধমানে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯২৪.৫০ টাকা।

পুরুলিয়ায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৪০ টাকা।

দক্ষিণ ২৪ পরগনায় ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯১১ টাকা।

উত্তর দিনাজপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৯৮৩ টাকা।

পূর্ব মেদিনীপুরে ১৪.২ কেজি ওজনের সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৮৮৭ টাকা।

Advertisements