নতুন বছরে রান্নাঘরে ছ্যাঁকা, দাম বাড়লো রান্নার গ্যাসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের পর নভেম্বর মাস, ডিসেম্বর মাস, তারপর আবার নতুন বছরের শুরুতেই দাম বাড়লো ভর্তুকিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের। কলকাতায় ভরতুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হলো ৭৪৭ টাকা। ডিসেম্বরের শুরুতেই এক লাফে দাম বেড়েছিল সাড়ে ১৯ টাকা, রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছিল ৭২৫ টাকা ৫০ পয়সা।

Advertisements

৩১ দিনের মাথায় আবার দাম বাড়লো ২১ টাকা ৫০ পয়সা। ১লা জানুয়ারি থেকেই কার্যকর হবে নতুন দাম। এই নিয়ে পর পর চার মাসের মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়লো ১৪৬ টাকা।

Advertisements

Advertisements

আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে গ্যাসের দাম নির্ধারণ করে থাকে রাষ্ট্রায়াত্ত তেল সংস্থাগুলি। প্রতি মাসের শুরুতে গ্যাসের দাম নির্ধারণ করা হয়, যা চলে মাস জুড়ে। যার ফলে প্রতি মাসে গ্যাসের দাম বাড়া কমার পাশাপাশি ভর্তুকির ক্ষেত্রেও বদল ঘটে। এছাড়াও সরকারি নিয়ম অনুসারে বর্তমানে বছরে ১২ টি ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে ভর্তুকি পাওয়া যায়। যে ভর্তুকির টাকা সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক একাউন্টে এসে পৌঁছায়। বছরে ১২ টির বেশি রান্নার গ্যাস সিলিন্ডার প্রয়োজন হলে ভর্তুকিহীন ভাবে বাজার দরের মূল্য দিয়ে গ্রাহকদের সিলিন্ডার নিতে হয়।

পুজোর আগে অর্থাৎ অক্টোবর মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ১২.৫০ থেকে ১৬ টাকা পর্যন্ত। আর এরপর সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন বছরের নতুন মাসেও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভর্তুকিহীন গ্যাসের দাম বাড়ালো।

ডিসেম্বর মাসের শুরুতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭২৫.৫০ টাকা। আর জানুয়ারিতে রান্নাঘরে ছ্যাঁকা দিয়ে তা দাঁড়ালো ৭৪৭ টাকা।

Advertisements