কমে গেল রান্নার গ্যাসের দাম, জেনে নিন সিলিন্ডার পিছু নতুন দাম

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জিনিসপত্রের দাম দিনের পর দিন যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের পক্ষে রীতিমতো কষ্টের হয়ে যাচ্ছিল সংসার চালানো। এ যেন নুন আনতে পানতা ফুরানোর দশা। জিনিসপত্রের বিভিন্ন দামের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে গত মাস পর্যন্ত বেড়েছে রান্নার গ্যাসের দাম। যা মধ্যবিত্তের পক্ষে মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো হয়ে উঠেছিল।

Advertisements

Advertisements

গত মাসে রান্নার গ্যাসের দাম ১০৫ টাকা বেড়ে যায়। সমস্ত মহানগরীতে ভর্তুকি ছাড়া ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম ১৪৪.৫০ টাকা থেকে ১৪৯ টাকা বেড়ে যায়। এইরকম অবস্থায় মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেশ কিছুটা কমলো। হ্যাঁ, দোলের আগে মধ্যবিত্তরা বড় একটি সুখবর পেলেন। আর এই সিলিন্ডার পিছু গ্যাসের দাম কমার খবরে কিছুটা হলেও তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন।এখন জেনে নিবো সিলিন্ডার পিছু কত টাকা দাম কমলো?

Advertisements

ভর্তুকিহীন রান্নার গ্যাসে ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যানুসারে
১৪.২ কিলোগ্রাম রান্নার গ্যাসে ৫৩ টাকা কমলো। ১৯ কিলোগ্রাম বাণিজ্যিক রান্নার গ্যাসে ৮৪.৫০ টাকা কমলো। এতদিন অব্দি দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৮৫৮.৫০ টাকা ছিলো‌। গ্যাসের দাম কমার পর আজ থেকে দিল্লিতে গ্যাসের নতুন দাম ভর্তুকি ছাড়া ৮০৫.৫০ টাকা।কলকাতাতে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম হলো ৮৩৯.৫০ টাকা। মুম্বাইয়ে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম হলো ৭৭৬.৫০ টাকা, চেন্নাইতে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম হলো ৮২৬ টাকা।

রান্নার গ্যাসের দাম গতমাসে বেড়েছিল আবার এই মাসের প্রথম দিকে তা কমে গেল, কিন্তু কেন এভাবে গ্যাসের দাম কমা বাড়া হয় এটা কি জানা আছে?

আসলে বিদেশি মুদ্রার এক্সচেঞ্জ রেটের হিসেব ও আন্তর্জাতিক বেঞ্চমার্ক দর অনুযায়ী এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করা হয়। আর যেহেতু এলপিজি গ্যাসের এই মূল্য নির্ধারণ সংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচিত বিভিন্ন সময়ে এলপিজি গ্যাসের দাম তাই কমে যায় আবার কখনো অস্বাভাবিক রকমের দাম বেড়ে যায়। আর গ্যাসের এইভাবে দাম কমা বাড়ার জন্য মানুষ কখনো অস্বস্তিতে পড়েন কখনো স্বস্তির নিঃশ্বাস ফেলেন। মাসের প্রথম দিনে আজকের এই খবরটি মানুষের মুখে হাসি ফুটিয়েছে।

Advertisements