North Bengal Tour: বাঙালি হলো ভ্রমণপ্রিয় জাতি। অল্প কিছুদিনের ছুটিতে কর্মব্যস্ত জীবন থেকে বিরতি নেওয়ার জন্য কাছেপিঠের যেকোন জায়গা বাঙালির কাছে একেবারে আদর্শ। অল্প খরচে নর্থ বেঙ্গল এর বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসা যায় সামনের পুজোর ছুটিতে। একেবারে ঘরের ভেতর থেকেই দেখতে পাবেন দার্জিলিং এবং সিকিমের পাহাড়ের অপরূপ শোভা। সাথে কপাল ভালো থাকলে বাড়তি পাওনা হিসেবে রয়েছে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর পাদদেশে অবস্থিত ছোট্ট গ্রাম খোপিদারা, এই গ্রামটিতে গেলে ফিরে আসতে আর মন চাইবে না।
যেকোনো ছুটিতেই পর্যটকদের কাছে পাহাড় হল এক অন্যরকম ভালোবাসার জায়গা এবং এর সাথে জড়িয়ে রয়েছে গভীর আবেগ। যারা পাহাড় ভালোবাসেন তারা ছুটি পেলে আর কোথাও না গিয়ে পাহাড়েই ছুটে যাবেন। পাহাড়ের শান্ত পরিবেশ নিমেষেই আপনার অশান্ত মনকে শান্ত করে দেবে। রাতে পাহাড়ের শোভা সত্যিই অপূর্ব। তাই নর্থ বেঙ্গল এর এই গ্রামটি (North Bengal Tour) থেকে সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে আসা উচিত।
একঘেয়ে কর্মব্যস্ত জীবন থেকে প্রত্যেকটি মানুষই ছুটি নিতে চায় এবং যেসব পর্যটন কেন্দ্রে পর্যটকদের বেশি ভিড় থাকে আজকাল সেইসব জায়গায় অনেকেই চায় এড়িয়ে যেতে। শান্ত পরিবেশে বন্ধুবান্ধব কিংবা পরিবারের লোকেদের সঙ্গে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। আপনিও যদি আপনার ব্যস্ততম জীবন থেকে বিরতি নিয়ে নিরিবিলিতে পাহাড়ের কোলে শান্ত শীতল পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে আপনার জন্য সেরা ঠিকানা হতে পারে এই খোপিদারা গ্রাম (North Bengal Tour)।
আরো পড়ুন: ‘রেল ফোর্স ওয়ান’ নামে ট্রেনে ২০ ঘন্টা সফর করবেন মোদি, জেনে নিন ওই ট্রেনের বিশেষত্ব
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দকফু সেটা আশা করি সকলেই জানে। যদি আপনার সান্দাকফু ভ্রমণের স্বপ্ন থেকে থাকে তাহলে এই গ্রামে (North Bengal Tour) থেকেই আপনি তা পূরণ করতে পারবেন । আসলে এই গ্রামটি একেবারে সান্দাকফুর পাদদেশে অবস্থিত এবং এর হাতের নাগালেই আপনি পেয়ে যাবেন সিঙ্গালীলা জাতীয় উদ্যান, যেই পথ ধরে আপনি হেরিটেজ ল্যান্ড রোভার অথবা পায়ে হেঁটে সান্দাকফু ভ্রমণের মজা নিতে পারবেন।
বহু পর্যটক আছেন যারা ট্রেকিং করে সান্দাকফু ভ্রমণ করেন, তারা এই গ্রামে এসে তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। তাহলে যাদের পাহাড়ে এসে নিরিবিলি সময় কাটানোর ইচ্ছা আছে এবং সাথে আছে সান্দাকফু ভ্রমণের শখ তারা আর দেরি করবেন না। অবশ্যই ঘুরে আসুন চারিদিকে পাহাড়ে ঘেরা অসম্ভব সুন্দর এই খোপিদারা গ্রাম থেকে। পাহাড়ি সৌন্দর্য এবং প্রকৃতি আপনাকে বারবার টেনে আনবে এই জায়গাতেই।