Bharat Gaurav Train From WB: আরও সহজে, আরও কমে হবে রামলালা দর্শন! ট্রেনে চড়া যাবে বাংলার এই ৩ স্টেশন থেকে

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : কম খরচ এবং কোন ঝামেলা ছাড়াই পর্যটকরা যাতে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরতে পারেন তার জন্য আইআরসিটিসির (IRCTC) তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুর প্যাকেজ ঘোষণা করা হয়ে থাকে। ঠিক সেই রকমই এবার আইআরসিটিসির তরফ থেকে ভারতীয় রেলের সহযোগিতায় একটি ভারত গৌরব ট্রেনের মাধ্যমে উত্তর ভারতের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানোর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যে ট্রেনটি ছাড়বে পশ্চিমবঙ্গ (Bharat Gaurav Train From WB) থেকে।

আইআরসিটিসির নতুন যে প্যাকেজের কথা বলা হচ্ছে সেই প্যাকেজের মাধ্যমে ঘুরিয়ে দেখানো হবে অযোধ্যার রাম মন্দিরের পাশাপাশি, বৈষ্ণোদেবী, হরিদ্বার, ঋষিকেশ, মথুরা, বৃন্দাবন। আইআরসিটিসির তরফ থেকে এই প্যাকেজ রাখা হয়েছে মোট আট রাত ও নয় দিনের। এই প্যাকেজের আওতায় যে সকল পর্যটকরা ভ্রমণ করবেন তারা কেবলমাত্র টাকা দিয়েই শান্তি। বাকি থাকা-খাওয়া থেকে শুরু করে ঘোরানো সমস্ত দায়িত্ব আইআরসিটির।

আইআরসিটিসি তাদের এই নতুন ট্যুর প্যাকেজের যাত্রা শুরু করতে চলেছে আগামী ১৮ মে অর্থাৎ হাতে মাত্র আর দু’দিন সময় রয়েছে। ট্রেনটি ছাড়া হবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার ফলে যেমন যাত্রীরা ওই স্টেশন থেকে ট্রেনে চড়তে পারবেন ঠিক সেই রকমই আবার ট্রেনে চড়তে পারবেন মালদা টাউন এবং রামপুরহাট স্টেশন থেকেও। ১৮ মে যাত্রা শুরু করার পর পর্যটকদের ২৬ মে পুনরায় ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন ? Train Ticket: বিনামূল্যে মিলবে কনফার্ম টিকিট, IRCTC ছাড়াও রয়েছে আরও ৪ অ্যাপ

আই আর সি টি সি এর তরফ থেকে নতুন এই যে ট্যুরের ঘোষণা করা হয়েছে তার মাধ্যমে কেবলমাত্র পর্যটকদের ঘোরানো, থাকা, খাওয়া ইত্যাদির দায়িত্ব নেওয়া হচ্ছে না, পাশাপাশি ভ্রমণের সময় যদি কোন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাহলে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া হবে। মোটের উপর পর্যটকরা irctc-র এই ভারত গৌরব ট্রেনের মাধ্যমে কোনরকম ঝামেলা ছাড়াই নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন।

ভারত গৌরব ট্রেন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন গৌরবোজ্জ্বল স্থানগুলিকে সরকারি ভর্তুকির মধ্য দিয়ে ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে ৩৩ শতাংশ পর্যন্ত যাত্রীদের ছাড় দেওয়া হয়। এক্ষেত্রে নিউ জলপাইগুড়ি থেকে যে ট্যুর শুরু হচ্ছে তার জন্য ইকোনোমি বা স্লিপার ক্লাসের খরচ পড়বে ১৭৯০০ টাকা এবং যে সকল পর্যটকরা এসি ক্লাসে ভ্রমণ করবেন তাদের মাথাপিছু খরচ পড়বে ২৯ হাজার ৫০০ টাকা।