এখন কি অবস্থায় রয়েছে নাক ভেঙে যাওয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দুদিন আগেই দেশে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করে। তবে মুম্বাই গান্ধীনগর রুটে পথ চলা শুরু করা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির শুরুটা খুব একটা ভালো হয়নি। কারণ যাত্রা শুরু করার পরই ট্রেনটি একটি মোষের পালে ধাক্কা মারে এবং ওই ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঠিক যেন ট্রেনের নাক ভেঙ্গে গিয়েছে।

Advertisements

বৃহস্পতিবার মুম্বাই থেকে গান্ধীনগর যাওয়ার পথে ১১টা ১৫ মিনিট নাগাদ গৈরতপুর-বতবা স্টেশনের মাঝে এমন দুর্ঘটনার সম্মুখীন হয় ট্রেনটি। এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৮ মিনিট ধরে অপেক্ষা করতে হয় ট্রেনটিকে। মৃত চারটি মোষের দেহ রেললাইন থেকে সরিয়ে দেওয়ার পর পুনরায় ট্রেনটি গন্তব্যের দিকে রওনা দেয়। দুর্ঘটনাগ্রস্থ হলেও ট্রেনটি সঠিক সময়ে গান্ধীনগর রেল স্টেশনে পৌঁছায়।

Advertisements

অন্যদিকে এই ঘটনার পর রেলের তরফ থেকে জানানো হয়, সামনের অংশ ভাঙ্গলেও ইঞ্জিনের কোন ক্ষতি হয়নি। এই পরিস্থিতিতে অনেকের মধ্যেই প্রশ্ন নাকভাঙ্গা এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে কি অবস্থায় রয়েছে? ট্রেনের সৌন্দর্য এবং ট্রেনের গতির ক্ষেত্রে যাতে কোনরকম ব্যাঘাত না ঘটে তার জন্য মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ওই ট্রেনটির সামনের অংশ পাল্টে দেওয়া হয়।

Advertisements

পশ্চিম রেলওয়ের সিপিআরও-র তরফে জানা গিয়েছে, মুম্বইয়ের সেন্ট্রাল ডিপোতে বন্দে ভারত এক্সপ্রেসের সামনের কোচের অংশটি বদলে দেওয়া হয়েছে। এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য অতিরিক্ত কোনও সময়ই খরচ হয় নি। নির্দিষ্ট সময়েই ফের ট্র্যাকে নেমেছে বন্দে ভারত এক্সপ্রেস। পাশাপাশি পরবর্তীকালে এমন দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে রেল।

রেল সূত্রে জানা যাচ্ছে, মুম্বাই গান্ধীনগর এবং গান্ধীনগর মুম্বাই রুটের ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির ভেঙ্গে যাওয়া অংশ বদল করতে রেল কর্তৃপক্ষ সময় নেই ২৪ ঘন্টার কম। এই অল্প সময়ের মধ্যেই ফের ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে আগের রূপ দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যে আগের রূপ পেয়ে ফের ট্র্যাকে ছুটছে এই ট্রেনটি।

Advertisements