নিজস্ব প্রতিবেদন : একদিকে গরু পাচার কাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) এখন ঠাঁই হয়েছে তিহার জেলে। অন্যদিকে শুক্রবার ভোররাতেই রেশন (Ration) কেলেঙ্কারিতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্য মন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তবে এবার এই দুজনেরই যোগসূত্র নাকি লুকিয়ে রয়েছে রেশন কেলেঙ্কারিতে!
বিষয়টি অবাক করা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার অনুব্রত মণ্ডল। এমনিতেই গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর তার এই মুহূর্তে ধরাশায়ী অবস্থা। এর পর আবার এখন রেশন কেলেঙ্কারিতে অনুব্রতর উপরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর নিয়ে যে জল্পনা শুরু হয়েছে তার পরিপ্রেক্ষিতে অনুব্রত অনুরাগীদের রাতের ঘুম উড়েছে।
গরু পাচার কাণ্ডের পর কিভাবে অনুব্রত মণ্ডলের নাম রেশন কেলেঙ্কারিতেও জড়াতে শুরু করল? রেশন কেলেঙ্কারি মামলায় সম্প্রতি ইডির তরফ থেকে গ্রেপ্তার করা হয় বাকিবুর রহমানকে। তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সাতসকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এরপর প্রায় ২১ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তার আপ্ত সহায়ককেও এবং তার বাড়িতে তল্লাশি চালানো হয়।
ইডি সূত্রে যা জানা যাচ্ছে তাতে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়া এবং এই অভিযানের সময় বিভিন্ন নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই সকল নথি সূত্রেই নাকি উঠে আসছে অনুব্রত মণ্ডলেরও নাম। এদিকে কাকতালীয়ভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তার হওয়ার পরই অনুব্রতর খাস তালুকে ১০ কাঠা জমির উপর প্রায় ৬ কোটি টাকা মূল্যের একটি বাগান বাড়ির খোঁজ পাওয়া গিয়েছে। যে বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিক ২০১৭ সালে কিনেছিলেন।
তবে রেশন কেলেঙ্কারিতে অনুব্রত মণ্ডলের কতদূর যোগ রয়েছে তা এখনো স্পষ্ট নয়। এপর্যন্ত যা পাওয়া যাচ্ছে তা কেবলমাত্র সূত্রের খবর। দেখার বিষয়ে আগামী দিনে এই রেশন কেলেঙ্কারিতে আর কার কার নাম সামনে আসে। কেননা ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের তরফ থেকে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির দাবি তোলা হচ্ছে রেশন দুর্নীতি মামলায়।