Padatik Express: শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কপালে দুর্গতি ছিল আরো এক এক্সপ্রেস ট্রেনের! বাঁচল কপাল জোরে

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের জুন মাসের করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার স্মৃতি ২০২৪ সালে ফের ফিরলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় (Kanchanjunga Express Accident)। সোমবার সকাল পৌনে নটা নাগাদ এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বের হওয়ার পরই দুর্ঘটনার কবলে পড়ে রাঙাপানি ও নিচবাড়ি রেলস্টেশনের মাঝে।

Advertisements

সোমবারের এই ট্রেন দুর্ঘটনায় শেষ আপডেট পাওয়া অনুযায়ী জানা গিয়েছে ১৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬০ জনের বেশি আহত। দুর্ঘটনার কারণ হিসেবে এখনো পর্যন্ত যা উঠে আসছে তাতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে ধাক্কা মারা মালগাড়িটি সিগন্যাল মানেনি। সিগন্যাল না মানার কারণেই ওই মালগাড়িটি সজোরে এসে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। তবে এর থেকেও আরও বড় বিপদ এদিন ঘটে যেতে পারত।

Advertisements

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পাশাপাশি এদিন আরও একটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়তে পারতো। আর ওই এক্সপ্রেস ট্রেনটি হল পদাতিক এক্সপ্রেস (Padatik Express)। পদাতিক এক্সপ্রেস ট্রেনটি রবিবার রাত ১১:২০ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়েছিল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। জানা যাচ্ছে যে সময় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে, সেই সময় পদাতিক এক্সপ্রেস ট্রেনটিও দুর্ঘটনার স্থলের কাছেপিঠেই ছিল।

Advertisements

আরও পড়ুন ? Kanchanjunga Express Accident Reason: কত গতিতে ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? ঠিক কী কারণে ভয়াবহ দুর্ঘটনা? মুখ খুলল রেল

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি পদাতিক এক্সপ্রেস ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেওয়া হয়। তড়িঘড়ি পদাতিক এক্সপ্রেস ট্রেনটিকে মাঝপথে থামিয়ে দেওয়ার ফলে আরো একটি ট্রেনের ক্ষেত্রে ক্ষয়ক্ষতির ঘটনা আটকে যাওয়া থেকে রক্ষা পায়। অনেকেই মনে করছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ার পর যদি রেল তড়িঘড়ি ব্যবস্থা না নিতো তাহলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত।

গত বছর জুন মাসের ২ তারিখ যখন করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল সেই সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটতে পারতো সোমবার। কেননা ঐদিন করমন্ডল এক্সপ্রেস ছাড়াও দুর্ঘটনার কবলে পড়েছিল যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস। যে দুর্ঘটনায় করমন্ডল এক্সপ্রেস ছাড়াও যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনটিরও বহু যাত্রী আহত ও নিহত হয়েছিলেন।

Advertisements