নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের (Cricket World Cup 2023) প্রথম সেমিফাইনালে প্রত্যাশিতভাবেই জয়লাভ করে ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া (Team India)। টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের সামনে ৩৯৭ রানের বড় ইনিংস খাড়া করে দেয়। এই বড় রান তারা করতে নেমে নিউজিল্যান্ডও যথেষ্ট লড়াই করে, তবে তাদের ইনিংস শেষ হয়ে যায় ৩২৭ রানে।
নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেমিফাইনালে নেমে বড় রান খাড়া করা থেকে তাদের ৩২৭ রানে থামিয়ে দেওয়ার কারিগর হিসাবে অবশ্যই বিরাট কোহলি (Virat Kohli) এবং মহম্মদ শামির (Mohammed Shami) নাম উল্লেখযোগ্য। তাদের ভূমিকার নিরিখেই পরবর্তীতে তারা দুজন আলোচনায় আলাদা ভাবে জায়গা করে নিয়েছেন। কিন্তু শুধু বিরাট কোহলি অথবা মহম্মদ শামি নন, বরং আরও এই ৪ তারকারও বড় কৃতিত্ব রয়েছে সেমিফাইনালের বড় জয়ে।
১) নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বড় জয়ের ক্ষেত্রে প্রথমেই যার নাম করতে হয় তিনি হলেন শুভমান গিল। ভালো ইনিংস শুরু করার পর আঘাত পেয়ে মাঠের বাইরে ফিরলেও তার ৬৬ বলে ৪০ রান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অনবদ্য ভূমিকা পালন করেছে।
২) শ্রেয়স আইআয়ের ইনিংসও এদিনের ম্যাচে কোনভাবেই ভোলার নয়। ভারতের ৩৯৭ রানের বড় ইনিংস তৈরি করার ক্ষেত্রে তার ৭০ বলে ১০৫ রান বনভূমিকা পালন করেছে। তার ইনিংস স্লো হলে ভারত হয়তো এত বড় রান খাড়া করতে পারত না।
৩) একেবারে শেষের দিকে বড় রান খাড়া করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন কে এল রাহুল। তিনি ব্যাট করতে নামার পরেই ঝড়ের গতিতে ২০ বলে ৩৯ রান করেন। এছাড়াও একজন উইকেট কিপার হিসাবে এই দিনের ম্যাচে তার ভূমিকা ছিল অনবদ্য।
৪) অধিনায়ক হিসাবে এদিনের ম্যাচের অন্যতম নায়ক হিসাবে ধরা যেতে পারে রোহিত শর্মাকে। নিজের ঝড়ো ইনিংস ছাড়াও গোটা ম্যাচ বিচক্ষণতার সঙ্গে পরিচালনা করা যথেষ্ট দূরদৃষ্টিতার পরিচয়।