Recruitment Notification: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Recruitment Notification: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কর্মী নিয়োগ করতে চলেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর। আর কয়েকদিন পরই পূজো। অপেক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটি দিনের। চারিদিকে বইছে খুশির হাওয়া। এই খুশির আমেজ আরও কিছুটা বেড়ে যেতে চলেছে চাকরিপ্রার্থীদের জন্য। দারুন খুশির খবর নিয়ে এসেছে শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর। খুব শীঘ্রই করা হবে কর্মী নিয়োগ। এই মর্মে বিজ্ঞপ্তি (Recruitment Notification) জারি করেছে সংস্থা। কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে? কত টাকা বেতন দেওয়া হবে? কি পদ্ধতিতে আবেদন করতে হবে? কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে? বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়তে হবে।

Advertisements
পদ

শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ করা হবে দুটি পদের জন্য। বিজ্ঞপ্তি (Recruitment Notification) অনুযায়ী, এস্টেট ইন্সপেক্টর এবং এস্টেট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে কর্তৃপক্ষ।

Advertisements
কাজের জায়গা

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি (Recruitment Notification) জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মী নিয়োগ করা হবে হলদিয়ার ডক কমপ্লেক্সের জন্য। হলদিয়া ডক কমপ্লেক্সের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করবে কর্তৃপক্ষ।

Advertisements
কাজের মেয়াদ

বিজ্ঞপ্তি (Recruitment Notification) অনুযায়ী, নিয়োগ হবে চুক্তিভিত্তিক। ৩ বছরের চুক্তিতে করা হবে নিয়োগ। প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে।

শূন্য পদের সংখ্যা

শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে কর্মী নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে শূন্য পদের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ২ টি। মূলত হলদিয়া ডক কমপ্লেক্সের জন্য ২ টি আলাদা পদের জন্য ২ জন কর্মীকে নিয়োগ করতে চলেছে কর্তৃপক্ষ।

বয়স সীমা

শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে কর্মী নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি (Recruitment Notification) জারি করা হয়েছে তাতে বয়স সীমা উল্লেখ করে দেওয়া হয়েছে প্রার্থীদের জন্য। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ টি পদের জন্যই আবেদনকারীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন

বেতনের ক্ষেত্রে পদমর্যাদা অনুযায়ী, ভিন্নতা রয়েছে। ইন্সপেক্টর পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ৪০ হাজার ৫০০ টাকা। এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য বেতন ধার্য করা হয়েছে ৬৬ হাজার টাকা।

আরো পড়ুন: ৫৪ টি শূন্যপদে নিয়োগ করা হবে রাজ্য পুলিশে, জেনে নিন বিস্তারিতভাবে

যোগ্যতা

শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notification) অনুযায়ী, এস্টেট ইন্সপেক্টর পদের জন্য যে কোন বিষয়ে স্নাতক উত্তীর্ণরাই আবেদন করতে পারবেন। তবে যদি কোন বিশিষ্ট সংস্থায় এস্টেট পরিদর্শন সংক্রান্ত কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তারা অগ্রাধিকার পাবেন এই পদের ক্ষেত্রে। ম্যানেজার পদের জন্য আবেদনের ক্ষেত্রে যোগ্যতার মাপকাঠি আলাদা। সেই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তি পড়ার অনুরোধ রইলো।

আবেদন পদ্ধতি

শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি (Recruitment Notification) অনুযায়ী, কর্মী নিয়োগ সংক্রান্ত আবেদন পত্র জমা নেওয়া হবে অফলাইনে। মূল বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট ফরম্যাট ভুলে দেওয়া আছে। সেই ফরম্যাট অনুযায়ী যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। আগামী ২৫শে অক্টোবর আবেদন জানানোর শেষ তারিখ। আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি পড়ার অনুরোধ রইল। পোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে।

Advertisements