চালু হচ্ছে দুয়ারে রেশন, কিভাবে মিলবে রেশন, জানালো খাদ্য দপ্তর

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে প্রচারে গিয়ে জানিয়েছিলেন, দূরের রেশন দোকানে যাতে গ্রাহকদের কষ্ট করে যেতে না হয় তার জন্য দুয়ারে রেশন ব্যবস্থা চালু করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা মতো তা এবার বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্প সম্পর্কে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য খাদ্য দপ্তর।

Advertisements

Advertisements

দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। নির্ধারিত ওই দিন থেকেই রাজ্যের ১৫ শতাংশ রেশন দোকান শুরু করে দেবে এই প্রকল্প। এই পাইলট প্রজেক্ট সফল হলেই আগামী দিনে পুরোদমে রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এই প্রকল্প। সম্প্রতি রাজ্য খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে কিভাবে এই প্রকল্পের মধ্য দিয়ে গ্রাহকরা পরিষেবা পাবেন।

Advertisements

১) নির্দেশিকা অনুযায়ী কবে কোথায় দুয়ারে রেশন কর্মসূচি গ্রহণ করা হবে তা আগে থেকে নির্ধারিত করা থাকবে। সেইমতো নির্ধারিত দিনে নিজেদের এলাকায় পৌঁছে যাবে রেশন ব্যবস্থা। যেখানে রেশন ডিলার ই-পস, ওজন করার যন্ত্র এবং খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাবেন।

২) রেশন ডিলারের কাজের ভিত্তিতে এক বা একাধিক কর্মী নিয়ে নিজস্ব গাড়ি অথবা গাড়ি ভাড়া করে রেশন সামগ্রী পৌঁছে দেবেন।

৩) সমস্ত প্রাপ্য রেশন সামগ্রী অর্থাৎ চাল ডাল চিনি গম একবারেই দিতে হবে।

৪) একটি পরিবারের যে কোনো একজন সদস্য সেই দুয়ারে রেশন ক্যাম্পে গিয়ে বায়োমেট্রিক অথবা ওটিপির প্রমাণপত্র দিয়ে পুরো পরিবারের রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে কোন গ্রাহক রেশন সামগ্রী সংগ্রহ করতে না পারলে পরবর্তী সময়ে রেশন দোকান থেকেও তা সংগ্রহ করতে পারবেন।

৫) রেশন সামগ্রী দেওয়ার সময় রেশন ডিলারকে সামগ্রী ওজন করে প্রাপ্য পরিমাণ অনুযায়ী দিতে হবে।

৬) রেশন দোকান খোলার ক্ষেত্রে যেমন নির্ধারিত দিন রয়েছে ঠিক তেমনি বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দিন নির্ধারিত থাকবে।

৭) প্রতি মাসের প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দুয়ারে রেশন পৌঁছাবে। শনিবার রেশন দোকান থেকে রেশন সামগ্রী দেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো গ্রাহক যদি কোনো কারণবশত বাড়িতে রেশন সামগ্রী সংগ্রহ করতে না পারেন তাহলে তিনি ওই দিন রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন।

৮) ছুটি, প্রাকৃতিক দুর্যোগ সহ অন্য কোনো কারণে যদি দুয়ারে রেশন পরিষেবা বন্ধ রাখতে হয় সে ক্ষেত্রে সেই দিনটি পূরণ করার জন্য রবিবার দ্বিতীয়ার্ধে পরিষেবা দিতে হবে।

Advertisements