নিজস্ব প্রতিবেদন : যতদিন ৩৭০ ধারা জম্মু-কাশ্মীর এবং লাদাখে বলবৎ ছিল ততদিন এই সকল এলাকার স্থায়ী বাসিন্দারা ছাড়া ভারতের অন্য কোন রাজ্যের বাসিন্দারা জম্মু কাশ্মীরে জমি কিনতে পারতেন না। অথচ আবার এই সকল এলাকার বাসিন্দারা ভারতের অন্যান্য জায়গায় নিজেদের ইচ্ছেমতো জমি কিনতে পারতেন।
এই ভিন্ন আইনের সমাপ্তি ঘটে ৩৭০ ধারা বিলোপ হওয়ার সাথে সাথেই। আর এবার কেন্দ্রের তরফ থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখে যেকোনো ভারতীয়র জমি কেনার জন্য নির্দেশিকা জারি করা হলো।
নতুন এই নির্দেশিকা অনুসারে ভারতের যে কোন রাজ্যের বাসিন্দারা জম্মু-কাশ্মীর ও লাদাখে জমি কিনতে পারবেন। জম্মু-কাশ্মীরে বলবৎ হতে চলেছে কেন্দ্রশাসিত অঞ্চল পুনর্গঠন ২০২০ নামক নির্দেশিকা। আর এই নির্দেশিকাকে ভর করেই জম্মু-কাশ্মীরে যে কোন ভারতীয় জমি কেনার অধিকার বলবৎ হচ্ছে। পূর্বের আইন অনুযায়ী জম্মু-কাশ্মীরে জমি কেনার ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা হওয়া হিসাবে যে শর্ত ছিল তা বর্তমানে কেন্দ্র সরকারের তরফ থেকে তুলে নেওয়া হয়েছে।
কেন্দ্রে মোদী সরকার দ্বিতীয়বারের জন্য ২০১৯ সালে প্রত্যাবর্তনের পর ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে এই ৩৭০ ধারা বিলোপ করে। ৩৭০ ধারা বিলোপের পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখ এই দুই এলাকাকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে।