সঙ্গে সঙ্গে মিলবে নতুন গ্যাস কানেকশন, লাগবে শুধু Aadhaar, সুযোগ দিচ্ছে ইন্ডেন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আপনি যদি নতুন গ্যাস কানেকশন নেওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য দারুণ এক সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের গ্যাস সরবরাহকারী সংস্থা ইন্ডেন। সম্প্রতি তারা তাদের গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধার কথা ঘোষণা করেছে, যাতে তারা জানাচ্ছে এখন কেবলমাত্র আধার কার্ড দেখিয়েই গ্রাহকরা সঙ্গে সঙ্গে পাবেন তাদের নতুন গ্যাস কানেকশন।

Advertisements

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সম্প্রতি টুইট করে এই ঘোষণার কথা জানানো হয়েছে। এই ঘোষণায় তারা জানিয়েছে, নতুন গ্যাস কানেকশন নেওয়ার জন্য এখন আর গ্রাহকদের আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি দিতে হবে না অথবা তথ্য লাগবে না। এমনকি এই ভাবে নেওয়া গ্যাস কানেকশনের ক্ষেত্রে মিলবে সাবসিডিও।

Advertisements

তবে সঙ্গে সঙ্গে এই গ্যাস কানেকশন পাওয়া গেলেও প্রথমে গ্রাহকদের যে গ্যাস কানেকশন দেওয়া হবে তাতে কোনো রকম ভর্তুকির সুবিধা থাকবে না। সেক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ভর্তুকির সুবিধা নেওয়ার জন্য পরবর্তীতে গ্রাহকদের নিজেদের ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। ঠিকানার প্রমান পত্র জমা দেওয়ার পরেই কার্যকর হবে ভর্তুকি।

Advertisements

তৎক্ষণাৎ আধার কার্ডের মাধ্যমে নতুন গ্যাস কানেকশন নেওয়ার এই সুবিধা রয়েছে সমস্ত রকম গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে। সেক্ষেত্রে গ্রাহকরা নিজেদের চাহিদা মতো ১৪.২ কিলো, ৫ কিলোর সিঙ্গল, ডবল ও মিক্সড সিলিন্ডার কানেকশন নিতে পারবেন। এই নিয়ম লাগু হবে ফ্রী ট্রেড এলপিজি সিলিন্ডারের উপর।

কেবলমাত্র আধার কার্ডের মাধ্যমে নতুন গ্যাস কানেকশন নেওয়ার জন্য গ্রাহকদের যেতে হবে নিকটবর্তী এজেন্টের কাছে। সেখানে ফর্ম ফিলাপ করতে হবে। দিতে হবে আধারের ডিটেল। দিতে হবে আধারের জেরক্স। ফর্মে বাড়ির অ্যাড্রেস সেলফ ডিক্লেরেশনের সঙ্গে জমা করতে হবে। এরপরেই মিলবে নতুন গ্যাস কানেকশন।

Advertisements