নিজস্ব প্রতিবেদন : বিদ্যুৎ পরিষেবা নিয়ে রাজ্যের বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই। এই সকল অভিযোগের মধ্যে অন্যতম একটি অভিযোগ হল ৩ মাস অন্তর অন্তর বিল পাঠানো। গ্রাহকদের অভিযোগ, একসঙ্গে তিন মাসে বিল পাঠানোর পরিপ্রেক্ষিতে বেশি ইউনিট হয়ে যাওয়ার কারণে স্ল্যাব অনুযায়ী অনেক বেশি খরচ গ্রহণ করতে হয় গ্রাহকদের।
এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার নয়া পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। WBSEDCL-এর তরফ থেকে নয়া পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দফতরের তরফে জনপ্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে কথা বলার পর দু’রকম মত উঠে এসেছে।
হাসিমুখে বিল পাঠানোর নিয়ম ইতিমধ্যে কলকাতার একাংশে চালিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদের আওতায় কলকাতার ১১১, ১১২, ১১৪ নম্বর ওয়ার্ডে বর্তমানে মাসে মাসে বিল পাঠানোর নিয়ম চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই সকল ওয়ার্ডগুলিতে আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হবে। পরে তা রাজ্যজুড়ে চালু করা হবে।
সাধারণত দেখা যায়, এক একটি বাড়িতে প্রতিমাসে যে পরিমাণ ইউনিট বিদ্যুতের পিছনে খরচ হয়, সেই ইউনিট একসঙ্গে তিন মাসের যুক্ত করার পর তা তিনগুণ বৃদ্ধি পায়। ইউনিট তিনগুণ বৃদ্ধি পাওয়ার ফলে খরচ অনেক বেড়ে যায়। গ্রাহকদের দীর্ঘদিনের এমনই অভিযোগ। তবে এবার পরীক্ষামূলকভাবে মাসে মাসে বিদ্যুতের বিল পাঠানোর যে ব্যবস্থা গ্রহণ হচ্ছে তাতে স্বস্তির মুখ দেখবেন বলেই মনে করছেন সাধারণ মানুষ।
কলকাতার অধিকাংশ এলাকায় CESC-এর আওতায় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয়ে থাকে। এই সকল এলাকায় বিদ্যুতের বিল মাসে মাসে পাঠানো হয়। তবে রাজ্যের অন্যান্য জায়গায় যেখানে WBSEDCL-এর তত্ত্বাবধানে পরিষেবা দেওয়া হয়ে থাকে সেখানে তিন মাসের এক সঙ্গে বিল দেওয়া হয়। এতে গ্রাহকদের খরচ যেমন বাড়ে তেমনি আবার একসঙ্গে অনেক টাকা খরচ করতে হয়।