নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) প্রতিদিন দেশের প্রায় দু’কোটি যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে দেওয়ার জন্য ১৩০০০ এর কাছাকাছি যাত্রীবাহী ট্রেন চালিয়ে থাকে। এই সকল বিপুল সংখ্যক ট্রেন চলাচল করে প্রায় ৮ হাজার রেল স্টেশন থেকে। এই সকল স্টেশনের মধ্যে আবার বেশ কিছু স্টেশন রয়েছে যেগুলি হল্ট স্টেশন (Halt Station) নামে পরিচিত।
হল্ট স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না, আবার এই ধরনের স্টেশনে রেলের কোন কর্মী থাকেন না। মূলত স্থানীয় কোন ব্যক্তির সঙ্গে চুক্তির ভিত্তিতে পরিষেবা দেওয়া হয়ে থাকে। হল্ট স্টেশনগুলিতে রেলের কোন কর্মী না থাকার কারণে স্থানীয় কোন ব্যক্তির সঙ্গে চুক্তি করে টিকিট বিক্রি করা হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় হল্ট স্টেশনে টিকিট (Halt Station Train Ticket) বিক্রেতার অনুপস্থিতিতে যাত্রীদের টিকিট নিয়ে সমস্যায় পড়তে হয়। কিন্তু এবার রেলের নয়া বন্দোবস্তে সেই চিন্তার দিন শেষ।
এবার প্রযুক্তিকে কাজে লাগিয়ে রেলের তরফ থেকে এমন ব্যবস্থা গ্রহণ করা হলো যাতে করে হল্ট স্টেশনগুলিতেও যাত্রীরা অসংরক্ষিত টিকিট পেয়ে যাবেন অনলাইন অ্যাপের মাধ্যমে। যে অনলাইন অ্যাপের মাধ্যমে হল্ট স্টেশনের টিকিট পাওয়া যাবে তার নাম হলো ইউটিএস অ্যাপ (UTS App)। এর আগে এই অ্যাপে হল্ট স্টেশনের টিকিট বুকিং করার কোন ব্যবস্থা ছিল না। সম্প্রতি রেলের তরফ থেকে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুন ? UTS App New Rules: শুধু লোকাল নয়, এক্সপ্রেস ট্রেনের টিকিটও মিলবে UTS অ্যাপে, এসে গেল বড় বদল
শিয়ালদা ডিভিশনে যে সকল হল্ট স্টেশন রয়েছে তার মধ্যে ৫২ টি হল্ট স্টেশনকে এই অ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এর ফলে এখন যাত্রীদের আর হল্ট স্টেশনের টিকিটের জন্য টিকিট বিক্রেতার মুখ তাকিয়ে বসে থাকতে হবে না। অন্যান্য স্টেশনের ক্ষেত্রে যেভাবে ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট বুকিং করা যায়, সেই একই পদ্ধতিতে হল্ট স্টেশনগুলির টিকিটও বুকিং করা যাবে।
এই বিষয়ে রেল সূত্রে জানা গিয়েছে, মূলত যাত্রী সংখ্যা কম থাকার কারণে এতদিন পর্যন্ত এই ধরনের সুবিধা দেওয়া হতো না। কিন্তু পরবর্তীতে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৫২ টি হল্ট স্টেশনকে ইউটিএস অ্যাপের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর এর ফলে এখন যাত্রীরা ওই অ্যাপের মাধ্যমে অন্যান্য স্টেশনের মতোই অসংরক্ষিত টিকিট বুকিং করে নিতে পারবেন।