কলকাতা বিমান বন্দরে চালু ATM পরিষেবা, পাবেন এই জায়গায়

Antara Nag

Published on:

Advertisements

দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর (Kolkata Netaji Subhash Chandra Bose International Airport) যদিও রাজ্যবাসীর কাছে কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দর (Dumdum Airport) নামেই বেশি পরিচিত এই বিমানবন্দর (Airport)। তবে ব্যস্ততম এই বিমানবন্দরে প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন দেশ-বিদেশের নানা জায়গায়।

Advertisements

বিমান ধরতে, তার পাশাপাশি চেক-ইন করার জন্য বেশ কিছুটা সময় আগেই পৌঁছতে হয় বিমানবন্দরে (Airport)। সে ক্ষেত্রে অনেক সময়েই দেখা যায় যাত্রীদের প্রয়োজনীয় ক্যাশ (Cash) টাকা তুলতে সমস্যায় পড়তে হচ্ছে ব্যস্ততম এই বিমানবন্দর (Airport) এলাকায়। বহু ক্ষেত্রে হয়রানির শিকারও হতে হয় যাত্রীদের। তবে এবার থেকে আর সমস্যায় পড়তে হবে না বিমানযাত্রীদের। তার জন্যই এই নতুন পরিষেবার সূচনা হল।

Advertisements

সম্প্রতি কলকাতা এয়ারপোর্টের তরফ থেকে টুইটারে একটি টুইট করা হয়। সেখানে তারা বলেন, ঘোরার জন্য শেষ মুহূর্তের প্রয়োজনীয়তাও এবার পূরণ হবে। আর তারা যাত্রীদের শেষ মুহূর্তের নগদের প্রয়োজনীয়তার জন্য 3C চেক ইন গেটের কাছে ATM বসাতে চলেছেন।

Advertisements

যাত্রীদের জন্যই এই নতুন পরিষেবা শুরু হল কলকাতা বিমানবন্দরে। তবে এবার সৌজন্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও ইউনিয়ন ব্যাঙ্ক। কলকাতা বিমানবন্দর চত্বরের মধ্যেই এই দুটি ব্যাঙ্কের তরফে বসানো হয়েছে দুটি এটিএম। 3C গেটের কাছেই এই এটিএম খোলা হয়েছে। আর মনে করা হচ্ছে এই পদক্ষেপে দারুণ ভাবে উপকৃত হবেন যাত্রীরা। কারণ বিমান ধরার জন্য একটি নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে পৌঁছতে হয় যাত্রীদের।

সেই কারণে বিমান ধরার তাড়া থাকে অনেক যাত্রীর মধ্যেই। সেই সময় সঙ্গে নগদ টাকা না থাকলে সমস্যায় পড়তে হতে যাত্রীদের। সেকথা মাথায় রেখেই 3C গেটের কাছে বসেছে এই এটিএম। যদিও গেটের বাইরে থাকবে এই এটিএম দুটি। তবুও সাধারণ মানুষের উপকার হবে এই বিষয়ে আশাবাদী কর্তৃপক্ষ।

Advertisements