Jurassic park in Digha: দিঘায় গিয়ে এবার শুধু সমুদ্রে ঝাঁপানো নয়, দেখা মিলবে ‘জুরাসিক পার্ক’-এর অভিনব পার্কের

Prosun Kanti Das

Published on:

Now tourists can see Jurassic Park while visiting Digha: শীতকাল মানেই তো কাছে কিংবা দূরে যেকোনো জায়গায় ঘুরতে যাওয়া। ভ্রমণপ্রিয় বাঙালি জাতি অল্পদিনের ছুটিতে দীঘা, পুরী অথবা দার্জিলিং যেতে পছন্দ করে। সারাবছর তো আছেই, বিশেষ করে শীতকাল এলেই বাঙালি জাতির মন উতলা হয়ে ওঠে ঘুরতে যাবার জন্য। শীতের এই মিষ্টি আবহাওয়াতে কখনও একা, কখনও পরিবার কিংবা বন্ধুদের সাথে কোথাও বেরিয়ে পরতে ইচ্ছা করে সকলেরই। আপনিও কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? এই শীতে সমুদ্র নগরী দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান করুন, আপনার জন্য রইল একটি দুর্দান্ত খবর (Jurassic park in Digha)।

সম্প্রতি দিঘাকে ঢেলে সাজানোর কাজ নিয়েছে প্রশাসন। বিশেষ করে সমুদ্র দর্শনের পাশাপাশি ভ্রমণপ্রিয় পর্যটকরা যাতে আরও আনন্দিত হন সেই কারণেই একপ্রকার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে দীঘা প্রশাসন। এটি সুন্দরভাবে সাজানোর মূল উদ্দেশ্য হলো পর্যটকদের আকর্ষণ বাড়ানো। আপনি কি সম্প্রতি দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন?তাহলে সেখানে আপনার জন্য একটি দারুণ চমক অপেক্ষা করছে। সমুদ্রের পাশাপাশি দেখা মিলবে ডাইনোসরের (Jurassic park in Digha)।

নিশ্চয়ই ভাবছেন এ আবার কেমন কথা। শুনে কি আপনি চমকে গেলেন? কিন্তু এটাই সত্যি কথা। একেবারেই ঘাবড়াবেন না, আসল ডাইনোসর নয়, তারা তো বহু যুগ আগে বিলীন হয়ে গিয়েছে। দীঘা গেলে দেখতে পাবেন নকল ডাইনোসর। কিছুদিন আগেই দিঘাতে ‘সত্যজিৎ রায়ের থিম পার্ক’ গড়ে তোলার উদ্যোগ দেওয়া হয়েছিল। এই পার্কটি একটি থিম পার্ক হিসেবে গড়ে উঠছে দীঘায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে পার্কটি বেহাল হয়ে পড়েছিল। তাকেই নতুন রূপ দিয়ে তুলে ধরা হবে। শুধু ছোটরা নয় বড়রাও ডাইনোসরের দেখা পেয়ে খুশি হয়ে যাবেন বৈকি। এই পার্কটি জুরাসিক পার্কের (Jurassic park in Digha) থিমে সাজিয়ে তোলা হচ্ছে।

সূত্র মারফত জানা যায় যে, আজ থেকে ১৩ বছর আগে বিজ্ঞান কেন্দ্রের পেছনে একটি বড় জায়গা নিয়ে এই বিনোদন পার্কটি (Jurassic park in Digha) গড়ে তোলা হয়েছিল। সেখান ডাইনোসরের উৎপত্তি, তার জীবনযাত্রা থেকে সমস্ত কিছুই ‘লাইত অ্যান্ড সাউন্ড’ দিয়ে প্রদর্শিত হতো। কিন্তু কিছুদিন চলার পরে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় এই পার্কটি। এই পার্কে যেসব ডাইনোসরের মডেলগুলো পড়ে ছিল সবই ধ্বংসপ্রায়। পার্কটির অবস্থা সত্যি চোখে দেখার মত নয়।

তবে পর্যটকদের আর চিন্তা করতে হবে না কেননা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চমৎকার উদ্যোগ। পর্যটকদের দাবির কথা মাথায় রেখেই এই পার্ক গড়ে তোলা হচ্ছিল দীর্ঘদিন ধরে। ফলে খুব শীঘ্রই আবার পর্যটকরা এই জুরাসিক পার্কের আনন্দ উপভোগ করতে পারবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে পর্যটকদের জন্যে এই জুরাসিক পার্কটি চালু করে দেওয়া হবে।