Now withdraw money through Virtual ATM instead of debit card: নিজের জমানো টাকা তুলতে গেলে আগে ব্যাংকের সাধারণ গ্রাহকদের দীর্ঘ সময় ধরে ব্যাংকের শাখায় গিয়ে লাইন দিতে হতো, ব্যাংক বন্ধের দিন গুলি বিশেষ ভাবে খেয়াল রাখতে হতো। তবে পরবর্তীকালে ATM পরিষেবা চালু হওয়ার পর সাধারণ মানুষের এ ধরনের হয়রানি অনেকটাই বন্ধ হয়েছে। কারণ এটিএম এর মাধ্যমে ২৪ ঘণ্টাই নিজের অ্যাকাউন্ট থেকে সুবিধা মতো টাকা তোলা সম্ভব হয়। তবে এই টাকা তোলার বিষয়টিকে আরো সহজতর করে তুলতে এবার এসে গেছে ভার্চুয়াল এটিএম (Virtual ATM)।
জানা গেছে গ্রাহকদের আরো বিশেষ সুবিধা প্রদান করতে ডেবিট কার্ড ও এটিএম মেশিন ছাড়াই শুধুমাত্র হাতে থাকা মোবাইলের সাহায্যে টাকা প্রদান করা হবে। এর জন্য শুধু দরকার হবে ওয়ান টাইম পাসওয়ার্ড বা OTP। একটি ফিনটেক সংস্থার পক্ষ থেকে এই ভার্চুয়াল ATM (Virtual ATM) বাজারে নিয়ে আসা হয়েছে। বর্তমানে অনেকেই ক্যাশলেস পরিষেবায় বেশি স্বাচ্ছন্দ্য হলেও হঠাৎ ক্যাশের দরকার হওয়ায় কাছে এটিএম না পেলে অসুবিধায় পড়েন, আবার অনেক সময় ডেবিট কার্ডের পিন ভুলে যাওয়ার মত সমস্যার সম্মুখীন হতে হয়।
তবে এই সমস্যা দূর করতে বিশেষ ব্যবস্থা করেছে চণ্ডীগড়ের পেমার্ট ইন্ডিয়া নামক ফিনটেক কোম্পানি। এই সংস্থা এমন একটি বিশেষ ব্যবস্থা চালু করেছে যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের পিন মনে না রেখেও কার্ড ও হার্ডওয়্যার বিহীন নগদ টাকা তোলা সম্ভব হবে। এই পরিষেবা গ্রাহকদের উপকৃত করবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে অচেনা কোনো জায়গায় গিয়ে এটিএম মেশিন খুঁজে না পেলে এই ব্যবস্থা দারুন ভাবে কার্যকর হবে।
আরও পড়ুন ? বদলে গেল ATM কার্ডের নিয়ম, এবার এই সকল বাড়তি সুবিধা পাবেন গ্রাহকরা
পেমার্ট ইন্ডিয়া নামক সংস্থা টির CEO অমিত নারাং এই পরিষেবার নাম দিয়েছেন ‘ভার্চুয়াল ATM’ পরিষেবা (Virtual ATM)। এই পরিষেবা ব্যবহার করে টাকা তুলতে চাইলে দরকার হবে একটি স্মার্ট ফোন। এবং এর পাশাপাশি এই স্মার্টফোন টিতে থাকতে হবে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও প্রয়োজন মত ইন্টারনেট সংযোগ। ভার্চুয়াল ATM এর পরিষেবা গ্রহণ করতে গেলে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে প্রথমে টাকা তোলার আবেদন করতে হবে। সাথে সাথেই রেজিষ্টার করা মোবাইল নম্বরে আসবে একটি OTP। যা পেমার্ট ইন্ডিয়ার তালিকাভুক্ত যে কোনো দোকানে দেখালেই নগদ টাকা হাতে পাবেন গ্রাহক।
জানা গেছে ভার্চুয়াল এটিএম (Virtual ATM) ব্যাবহার করে প্রতি বার ১০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত তোলা যায়। এর মাধ্যমে মাসে ১০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। চণ্ডীগড়ের ফিনটেক কোম্পানির দাবি অনুসারে জানা যাচ্ছে গত ছয় মাস ধরে তারা IDBI ব্যাঙ্কের গ্রাহকদের এই পরিষেবা দিচ্ছেন। এছাড়া তাদের চুক্তি রয়েছে করুর বৈশ্য ব্যাঙ্ক ও জম্মু কাশ্মীর ব্যাঙ্কের সঙ্গে। বর্তমানে চণ্ডীগড়, দিল্লি, হায়দরাবাদ, চেন্নাই ও মুম্বই এ এই পরিষেবা চালু হলেও কলকাতায় এখনও চালু হয়নি।