সুখবর, Paytm থেকেই হবে HP ও Indane গ্যাস বুকিং, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত পেটিএমের মাধ্যমে গ্যাস বুকিং অথবা গ্যাসের বিল দেওয়া লিমিটেড কিছু সার্কেলের মধ্যে চালু ছিল। তবে এবার পেটিএম গ্রাহকদের সুখবর দিল পেটিএম সংস্থা। এখন থেকে পেটিএম গ্রাহকরা তাদের পেটিএম অ্যাপ অথবা তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে HP ও Indane গ্যাস সিলিন্ডারও বুক করতে পারবেন অতি সহজেই। গ্যাস সিলিন্ডার বুক করার জন্য গ্রাহকদের কনজ্যুমার নম্বর অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বর ও গ্যাস এজেন্সির নাম দিতে হবে। আর তারপর খুব সহজেই বুক হবে গ্যাস সিলিন্ডার।

Paytm অ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার পদ্ধতি

পেটিএম অ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য অবশ্যই গ্রাহকের পেটিএম অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাকাউন্ট থাকলে পেটিএম অ্যাপ অথবা পেটিএমের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বেছে নিতে হবে ‘Book a Cylinder’ অপশনটি। সেখানে ক্লিক করলে দেখতে পাওয়া যাবে দুটি অপশন রয়েছে। একটি হলো ‘Pay Gas Bill’ এবং দ্বিতীয়টি হলো ‘Book a Cylinder’।

এখন আপনাকে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য বেছে নিতে হবে ‘Book a Cylinder’ অপশনটি। তারপর সেখানে আপনাকে জানাতে হবে আপনি কোন সংস্থার গ্রাহক ‘HP’ অথবা ‘Indane’।

এরপর আপনাকে আপনার কনজ্যুমার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা এলপিজি আইডির মধ্যে যেকোনো একটি দিতে হবে। যেকোনো একটি দেওয়ার পর ‘Proceed’ করলেই আপনার সমস্ত ডিটেইলস দেখিয়ে দেবে। যেমন কার নামে রয়েছে গ্যাস কানেকশন, কত ওজনের সিলিন্ডার, কনজ্যুমার আইডি, ঠিকানা ইত্যাদি। এক্ষেত্রে আপনার এজেন্সির নাম চাওয়া হতে পারে আবার নাও হতে পারে। পাশাপাশি জানানো হবে বুকিংয়ের জন্য কত টাকা ধার্য করা হচ্ছে।

এগুলি সঠিকভাবে যাচাই করে নেওয়ার পর ‘Proceed to Book Cylinder’ অপশনে ক্লিক করলেই পৌঁছে যাবেন পেমেন্ট অপশনে। সেখানে আপনি পেটিএম ওয়ালেট ব্যালেন্স, পেটিএম ব্যাঙ্ক ব্যালেন্স, অন্য ব্যাঙ্কের ডেবিট কার্ড অথবা অন্য ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন।