চালু হয়ে গেল UPI অ্যাপ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট, রইলো পদ্ধতি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল লেনদেনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই চাহিদার কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া উদ্যোগ নিয়েছে আরও সহজে যাতে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করা যায়। এরই পরিপ্রেক্ষিতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে।

Advertisements

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে UPI অ্যাপগুলি। এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন এবং সেই স্মার্টফোনে এই ধরনের বিভিন্ন সংস্থার অ্যাপ চলে আসায় সহজেই ডিজিটাল লেনদেন করতে সক্ষম ব্যবহারকারীরা। অন্যদিকে আবার অনেকেই রয়েছেন যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কিন্তু এযাবৎ ক্রেডিট ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করার ক্ষেত্রে কার্ডের নম্বর সহ অন্যান্য বিবরণ দিতে হতো। এবার এই পদ্ধতিকেও সহজ করার জন্য UPI অ্যাপের সঙ্গে সংযুক্ত করা হলো ক্রেডিট কার্ড।

Advertisements

এখন PhonePe হোক অথবা Gpay, যেকোনো UPI অ্যাপ থেকে বিল পেমেন্ট করার সময় নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এর জন্য প্রথমেই ব্যবহারকারীদের নিজেদের UPI অ্যাপের মধ্যে থাকা অ্যাকাউন্টে যেতে হবে এবং সেখানে যে জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করা যায়, ঠিক তার পাশেই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড যুক্ত করার অপশন পাবেন।

Advertisements

সেখানে নিজের কার্ড নম্বর এবং অন্যান্য নথি দেওয়ার পর তা সংযুক্ত করে নিতে হবে। এই প্রক্রিয়া চলার সময় আপনার ওই কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে গেলেই আপনার কার্ড আপনার ব্যবহার করা UPI অ্যাপের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

এরপর আপনি ইলেকট্রিসিটি বিল, ফোনের বিল, রেল অথবা অন্য কোন যানবাহনের টিকিট বুকিং সহ যেকোনো ধরনের বিল পেমেন্ট করার সময় সেই ক্রেডিট অথবা ডেবিট কার্ড থেকে টাকা কাটাতে পারবেন। তবে কোন ব্যক্তিকে সরাসরি টাকা পাঠানোর ক্ষেত্রে এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা কাটাতে হবে।

Advertisements